আজকের জোকস : ফুচকাওয়ালার কথা শুনে অজ্ঞান ক্রেতা
ফুচকাওয়ালার কথা শুনে অজ্ঞান ক্রেতা
ক্রেতা: বেশ ফুচকা-চটপটি বানাও দেখছি।
ফুচকাওয়ালা: জ্বে স্যার! আপনাদের দোয়া...
ক্রেতা: তার মানে পচা আলু, নষ্ট ডাবলি- এসব খাওয়াও কাস্টমারদের?
ফুচকাওয়ালা: জ্বে না স্যার! এমোন কাম করি না!
ক্রেতা: ভালো! তা বাথরুম করে সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নাও? মানে যখন ফুচকা-চটপটি বানাও, তখন?
ফুচকাওয়ালা: না স্যার! সময় পাই না। ম্যালা ভিড় থাকে তো...
ক্রেতা: ওয়াক থু...
ফুচকাওয়ালা: তবে স্যার! টয়লেটে যাওয়ার আগে ভালো কইরা হাত ধুইতে অয়। কারণ সব সময় ঝাল-মরিচ নিয়া কাজ করি তো।
****
রাস্তায় কাউকে দেখলেই গুলি
পাকিস্তানে তখন মার্শাল ল’ চলছে। সান্ধ্য আইনে সন্ধ্যা ৬টার পর রাস্তায় কাউকে দেখলেই গুলির নির্দেশ। এক চৌরাস্তার মোড়ে সেনাদল তাদের অবস্থান নিচ্ছিল। তখন পৌনে ৬টা বাজে। লোকজন দৌড়ে যার যার গন্তব্যে যাচ্ছে। হঠাৎ এক সৈনিক রাইফেল তাক করে দৌড়াতে থাকা এক লোককে গুলি করে মেরে ফেলল।
সঙ্গী সিনিয়র চিৎকার দিয়ে উঠলো- ‘এটা কী করলি? এখনো তো পনেরো মিনিট সময় বাকি আছে ছয়টা বাজতে!’ জবাবে সৈনিক বলল, ‘আমি লোকটাকে চিনি। ওর বাড়ি এখান থেকে কমসে কম একঘণ্টার রাস্তা। ১৫ মিনিটে কিছুতেই ওখানে পৌঁছাতে পারতো না, ওস্তাদ!’
****
ফলের সঙ্গে পোকা খাওয়া
দুই বন্ধু বসে বসে ফল খাচ্ছে। হঠাৎ দেখলো ফলে পোকা। তাই এক বন্ধু বলছে-
১ম বন্ধু: ফল খাওয়ার সময় মাঝপথে তাতে পোকা পেলে ক্ষতি নেই।
২য় বন্ধু: কিন্তু সমস্যা হচ্ছে তখন, যখন পোকাটার অর্ধেক পাওয়া যায়! বাকিটা পেটের ভেতর...
এসইউ/জেআইএম