আজকের কৌতুক : ওষুধ খেয়ে মনে হয় ভূমিকম্প হচ্ছে!
ওষুধ খেয়ে মনে হয় ভূমিকম্প হচ্ছে!
এক ভদ্রলোক জাপানে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন। চিকিৎসক গিয়ে একটি ওষুধ পানিতে গুলে খেতে দিলেন। ভদ্রলোক ওষুধ খেয়ে বললেন-
ভদ্রলোক: বাবা রে বাবা, খুব কড়া ওষুধ তো। খেয়ে মনে হচ্ছে টলছি, আসবাবগুলোও চোখের সামনে দুলছে।
চিকিৎসক: না, না, ওষুধের জন্য নয়, জাপানে এখন ভূমিকম্প হচ্ছে!
****
ওষুধের বিনিময়ে কবর ফ্রি!
চিকিৎসক: টাকা-পয়সা নেই বুঝলাম। কিন্তু আমার ওষুধে যদি সেরে ওঠেন, তাহলে আমাকে কী দেবেন?
রোগী: আমি গরিব মানুষ স্যার, কবর খুঁড়ে খাই। যদি সাইরা উঠি, তাইলে আপনার কবর একদম ফ্রিতে কইরা দিমু, স্যার! কথা দিলাম...
****
হাত তুলতে কষ্ট হয়!
শিক্ষক: আমি ঠিক করেছি, তোমাদের মধ্যে সবচেয়ে অলস যে, তাকে পড়া দিতে হবে না। কে সবচেয়ে অলস?
এ কথা শুনে বল্টু ছাড়া ক্লাসের সবাই হাত তুললো। তাই শিক্ষক বল্টুকে উদ্দেশ্য করে বললেন-
শিক্ষক: তুমি হাত তুলছ না কেন?
বল্টু: স্যার, হাত তুলতে কষ্ট হয়!
এসইউ/জেআইএম