আজকের জোকস : একই শত্রুর বিরুদ্ধে বারবার যুদ্ধ
একই শত্রুর বিরুদ্ধে বারবার যুদ্ধ
১ম বন্ধু: কোনো এক জ্ঞানী বলেছিলেন, ‘একই শত্রুর বিরুদ্ধে বারবার যুদ্ধ করা অনুচিত। এর ফলে আপনি না চাইলেও নিজের সমস্ত রণকৌশল তাকে শিখিয়ে ফেলবেন।’
২য় বন্ধু: জ্ঞানীর এ কথা স্বামী-স্ত্রীর ক্ষেত্রেও প্রযোজ্য। তারা সারাটা জীবন একজন আরেক জনের সঙ্গে ঝগড়া-বিবাদে এতটাই পোক্ত হয়ে যায় যে, দু’জনের কেউ-ই পরাজয় স্বীকার করে না।
১ম বন্ধু: কারণ তো ওই একটাই, দু’জনেই দু’জনের কৌশল মুখস্ত করে ফেলেন। তাই আমরণ লড়াই চলে কিন্তু ফলাফল হয় না।
****
পরার মতো ভালো কিছু নেই
প্রশ্নকর্তা: সাজগোজ করতে গিয়ে ওয়ারড্রোব খুলে প্রত্যেক নারীর কমন একটি সমস্যা হয়। কী সেই সমস্যা?
প্রার্থী: তা হচ্ছে- পরার মতো ভালো কিছু নেই। তবে ভেতরে কাপড় রাখার জায়গাও নেই, তা-ও সত্য।
****
মাতালের এঁকেবেঁকে চলা
বস: বলো তো, মাতাল আর সাপের মধ্যে মিল কোথায়?
নান্টু: স্যার, দিনভর দুই জনে যতই মাতালের মতো এঁকেবেঁকে চলুক না কেন, আসল কাজে কিন্তু তাল ঠিকই আছে।
বস: যেমন?
নান্টু: ঘরে ফেরার বেলায় কিন্তু নিজের বাড়ি ঠিকই চিনে নেয়।
এসইউ/পিআর