ভিডিও EN
  1. Home/
  2. জোকস

আজকের জোকস : কোমর পানিতে সাঁতারের দক্ষতা

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:৫৬ এএম, ০২ মে ২০২০

কোমর পানিতে সাঁতারের দক্ষতা
প্রশ্নকর্তা: সিভিতে কোমর পানিতে, নোংড়া পানিতে সাঁতারে বিশেষ দক্ষতার কথা উল্লেখ করেছেন কেন? চাকরি তো করবেন অ্যাকাউন্ট্যান্ট হিসেবে। এসব কী! সিভিতে কেউ এত প্যাঁচানো কথা লেখে?
প্রার্থী: স্যার, আমি আসলে বোঝাতে চেয়েছি- ঢাকায় ঝুম বৃষ্টি হলেও অফিসে পৌঁছাতে অসুবিধা হবে না!
প্রশ্নকর্তা: ওহ সরি, আপনাকে ভুল বোঝার জন্য মাফ করবেন! আপনি আজই জয়েন করুন! আপনার মতো লোকই তো খুঁজছিলাম এতদিন...

****

হাতের সঙ্গে ঘড়িটাও গেছে
ব্যবসায়ী: এইমাত্র একটি বেপরোয়া ট্রাক আমার গাড়ির দরোজা ভেঙে নিয়ে চলে গেছে। তাড়াতাড়ি ব্যবস্থা নিন।
পুলিশ: আপনি তো একজন ব্যবসায়ী, তাই না?
ব্যবসায়ী: হ্যাঁ। কিন্তু এর সঙ্গে এ মামলার কি সম্পর্ক?
পুলিশ: কারণ একমাত্র আপনারাই এমন করে থাকেন। টাকা আর সম্পত্তি ছাড়া কিছুই বোঝেন না।
ব্যবসায়ী: এসব কথার মানে কী?
পুলিশ: আপনি এখনো খেয়ালই করেননি যে, ট্রাকওয়ালা গাড়ির দরজার সঙ্গে সঙ্গে আপনার একটা হাতও ভেঙে নিয়ে গেছে!
ব্যবসায়ী: ওহ শিট! আমার সোনার চেনওয়ালা রোলেক্স ঘড়িটাও গেছে দেখছি...

****

সিগারেট কী জিনিস?
শিক্ষক: তুই যে এই বয়সেই সিগারেট খাস, তুই কি জানিস সিগারেট কী জিনিস?
ছাত্র: জানি স্যার।
শিক্ষক: কী জানিস?
ছাত্র: কাগজের রোলে মোড়ানো এক চিমটি তামাক, যার একপ্রান্তে ধরানো হয় আগুন; যখন অপরপ্রান্তে থাকে আত্মবিনাশী কোনো নির্বোধ।

এসইউ/এমএস

আরও পড়ুন