ভিডিও EN
  1. Home/
  2. জোকস

আজকের জোকস : ওয়াইফ শব্দটি কিভাবে এলো?

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:৪৬ এএম, ২৬ এপ্রিল ২০২০

ওয়াইফ শব্দটি কিভাবে এলো?
শিক্ষক: ইংরেজি ‘ওয়াইফ’ শব্দটি কিভাবে এলো?
ছাত্র: এটি আসলে অন্য দুটি শব্দের সংকোচন, স্যার!
শিক্ষক: মানে? বুঝিয়ে বল!
ছাত্র: স্যার, ইংরেজরা খুব কায়দাবাজ জাত। তারা দুটি শব্দ থেকে এই শব্দটিকে বানিয়েছে।
শিক্ষক: কিভাবে সেটা বল।
ছাত্র: স্যার, ‘ওয়াইল্ড লাইফ’ শব্দ দুটির সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওয়াইফ...
শিক্ষক: বেতিয়ে তোকে লাল করে ফেলব বেয়াদব! তবে তা করছি না- কারণ, মনে হচ্ছে তোর কথা সত্যও হতে পারে...

****

পুলিশের কাছে ধরা দিলো জুয়াড়ি
দুর্গম পাহাড়ি অঞ্চলে জুয়ার আড্ডায় হানা দিয়েছে পুলিশ। দৌড়ে পালাচ্ছে জুয়াড়ির দল। একজন উল্টো দৌড়ে এসে পুলিশের গাড়িতে উঠে পড়ল। অবাক পুলিশ অফিসারের প্রশ্ন-
পুলিশ: তুই ব্যাটা নিজ থেকে দৌড়ে এসে ধরা দিলি কেন?
জুয়াড়ি: স্যার, গত সপ্তায়ও রেইড দিছিলেন এইখানে, ১০ জনের সঙ্গে আমিও ধরা পড়ছিলাম। কিন্তু বসার সিট পাইনি গাড়িতে। দাঁড়ায়া দাঁড়ায়া ঝাঁকি খাইতে খাইতে যাইতে বহুত কষ্ট। তাই...

****

স্বামী-স্ত্রীর মাত্র ৫ মিনিট
দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রীর অনেক বিষয়েই অনৈক্য হয়। তবে একটি বিষয়ে দু’জনই একই রকম আচরণ করে। এটি হচ্ছে- বেড়াতে যাওয়ার সময় স্ত্রী যখন বলে, মাত্র ৫ মিনিটে তৈরি হচ্ছি লক্ষ্মীটি; আর বাসায় অপেক্ষমান স্ত্রীকে যখন স্বামী ফোনে বলে, মাত্র ৫ মিনিটেই ফিরছি জানু...

এসইউ/পিআর

আরও পড়ুন