ভিডিও EN
  1. Home/
  2. জোকস

আজকের কৌতুক : ক্রেডিট কার্ড হারিয়ে গেলে কী করবেন?

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২:২৩ পিএম, ২৩ এপ্রিল ২০২০

ক্রেডিট কার্ড হারিয়ে গেলে কী করবেন?
ওসি: ক্রেডিট কার্ড হারিয়ে গেছে, তা সঙ্গে সঙ্গে রিপোর্ট করেননি কেন?
পিন্টু: কার্ডটা চুরি হওয়ার পর দেখলাম চোর আমার বউয়ের থেকে কম খরচ করছে, তাই...
ওসি: এখন রিপোর্ট করতে এসেছেন কেন?
পিন্টু: কার্ডটা মনে হয় এবার চোরের বউয়ের হাতে পড়েছে। খরচের মাত্রা চারগুণ হয়ে গেছে দুই দিনে...

****

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিবাহ ও হানিমুন কাকে বলে?
হানিমুনের সংজ্ঞা: চিরদিনের জন্য জুটে যাওয়া বসের অধীনে কাজ শুরুর আগে একজন পুরুষ মানুষের সর্বশেষ ছুটি উদযাপন।
বিবাহের সংজ্ঞা: বিবাহ কী- তা বুঝতে একজন চিরকুমার বিজ্ঞানী শেষপর্যন্ত বিয়ে করলেন। এখন তিনি বুঝতে পারছেন না ‘বিজ্ঞান’ জিনিসটা আসলে কী?

****

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সুনামির কারণে সমুদ্রে হারিয়ে গেল স্ত্রী
এক আমেরিকান দম্পতি জাপানে গিয়ে সুনামির কবলে পড়ল। সমুদ্রে হারিয়ে গেল তার স্ত্রী। কয়েক বছর পর ওই সমুদ্রপাড়ে বেড়াতে গেল সেই স্বামী। রাতের অন্ধকারে মাতাল হয়ে সৈকতে দাঁড়িয়ে আছে, একের পর এক ঢেউ এসে তার পায়ে আছরে পড়ছে।

হঠাৎ সে চেঁচিয়ে উঠল: যতই পা ধরিস আর মাফ চাস, আমি গলব না সমুদ্র... এটা তোর দোষ, তুই ওকে টেনে নিয়েছিলি তোর কাছে। এখন ভুগতে থাক... আমি ওকে ফিরিয়ে নেব না!

বিজ্ঞাপন

এসইউ/জেআইএম

আরও পড়ুন

বিজ্ঞাপন