ভিডিও EN
  1. Home/
  2. জোকস

আজকের কৌতুক : যে কারণে ডিভোর্সের হার বাড়ছে

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:১৮ এএম, ১২ ফেব্রুয়ারি ২০২০

যে কারণে ডিভোর্সের হার বাড়ছে
ডিভোর্স মামলায় আদালতে দুই পক্ষের উকিলের তর্ক চলছে-
স্বামীর পক্ষের আইনজীবী একপর্যায়ে আবেগপ্রবণ হয়ে বললেন, ‘মি লর্ড! নারীরা বিয়ের আগে, আই মিন প্রেমের সময়ে যে ব্যবহার করে স্বামীদের সঙ্গে। তা যদি বিয়ের পরেও করতো, তাহলে কিন্তু ডিভোর্সের হার অর্ধেকে নেমে আসতো!’
স্ত্রীর পক্ষের আইনজীবী বললেন, ‘ধন্যবাদ, বিজ্ঞ প্রতিপক্ষ। তবে বিয়ের পরে পুরুষরা যে বসসুলভ আচরণ করে, তা যদি বিয়ের আগে প্রেমের সময়ে করতো। তবে কিন্তু অর্ধেক বিয়ে-ই হতো না! ডিভোর্স তো পরের কথা।’

****

শিক্ষকের চেয়ারের নিচে বোমা
বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশ্ন করলেন, ‘ধর, আমাদের স্কুলের মাঠে কেউ ব্যাগে ভরে মারাত্মক একটি বোমা ফেলে রেখে গেল। তুমি কী করবে?’
এক মুহূর্ত না ভেবেই ছাত্র বলল, ‘স্যার, প্রথমে কিছুক্ষণ অপেক্ষা করে দেখবো যে কেউ তা তুলে নিয়ে যাচ্ছে কি-না। এরপর এক দৌড়ে তা মাঠ থেকে তুলে আপনার চেয়ারের তলায় নিয়ে রেখে আসবো।’

****

ভালো শাশুড়ি পেলাম না
মা-মেয়ে গল্প করছেন। মেয়ের বয়স ৪৫ আর মায়ের বয়স ৬৫ বছর। মেয়ে বলল, ‘মা, জীবনে একটা দুঃখ থাইকা গেল। ভালো শাশুড়ি পেলাম না যখন বউ ছিলাম। আর যখন শাশুড়ি হলাম তখন ভালো বউ পেলাম না।’

একথা বলে মেয়ে কাঁদতে শুরু করলো। মা কিছুক্ষণ চুপচাপ থেকে হঠাৎ তিনিও মেয়েকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন।

এসইউ/এমএস

আরও পড়ুন