আজকের কৌতুক : গাড়ির চাকা ঘুরলেই টাকা!
গাড়ির চাকা ঘুরলেই টাকা!
দুই বেকার বন্ধুর দেখা হলো রাস্তায়। কর্মসংস্থানের ব্যাপারে আলাপ করেন তারা-
১ম বন্ধু: কি রে, তোর খবর কী?
২য় বন্ধু: ভাবছি একটি গাড়ি কিনব।
১ম বন্ধু: কেন? চাকরি নাই, গাড়ি দিয়ে কী করবি?
২য় বন্ধু: কারণ গাড়ির চাকা ঘুরলেই টাকা।
১ম বন্ধু: তাহলে এত টাকা দিয়ে গাড়ি কেনার দরকার কী? একটা চাকা কিনে বসে বসে ঘুরালেও তো হয়।
****
লোকাল বাসের পেছনে ছোটার কারণ
এক লোক হন্যে হয়ে একটি লোকাল বাসের পেছনে ছুটছেন। তা দেখে বাসের হেলপার বলল, ‘এত কষ্ট না করে পরের বাসে আসলেই তো পারেন।’
ছুটে চলা লোকটি তখন উত্তর দিলো, ‘সারা জীবন তো পরের বাসে চড়ে এলাম। নিজের তো আর বাস কোনো দিন ছিল না।’
****
পত্রিকায় কাজ করার ধরন
এক বন্ধু তার আরেক বন্ধুকে বলল, ‘জানিস? আমি না পত্রিকায় কাজ করি।’
২য় বন্ধু বলল, ‘কী কাজ করিস? রিপোর্টার না-কি ছবি তুলিস?
১ম বন্ধু জবাব দিলো, ‘আমি পত্রিকা বিক্রি করি।’
এসইউ/পিআর