আজকের কৌতুক : ফি ছাড়া পরামর্শ দেন না উকিল
ফি ছাড়া পরামর্শ দেন না উকিল
ছাত্রের পড়াশোনার অবনতি দেখে শিক্ষক বললেন-
শিক্ষক: লেখাপড়ায় তুমি বেজায় খারাপ করছো। কাল তোমার বাবাকে স্কুলে আসতে বলবে।
ছাত্র: বাবাকে আসতে বলবো কেন স্যার?
শিক্ষক: তোমার ব্যাপারে তার সাথে পরামর্শ করতে হবে।
ছাত্র: কিন্তু তার জন্য যে ফি লাগবে স্যার।
শিক্ষক: ফি! কিসের জন্য?
ছাত্র: আমার বাবা যে উকিল। তিনি ফি ছাড়া পরামর্শ দেন না।
****
মেয়েটির স্কুলের নাম জানতে চাইলো
পথিক: তোমার নাম কি খুকি?
ছাত্রী: নাবিলা।
পথিক: আহা, ডাকনাম নয়। তোমার স্কুলের নাম জানতে চাইছি।
ছাত্রী: ও, স্কুলের নাম যাত্রাপুর প্রাথমিক বিদ্যালয়।
****
দু’জনের গরুর রচনা একই
শ্রেণিকক্ষে শিক্ষক সবাইকে গরুর রচনা লিখতে দিলেন। সবার লেখা শেষে খাতা জমা নিলেন। খাতা দেখে দু’জনকে ডাকলেন। ডেকে বললেন-
শিক্ষক: কি রে কামাল, তোর আর তুহিনের গরুর রচনা হুবহু একরকম হলো কী করে?
কামাল: স্যার, আমরা দু’জন একই গরু দেখে লিখেছি যে!
এসইউ/এমএস