ভিডিও EN
  1. Home/
  2. জোকস

আজকের কৌতুক : রাগে স্ত্রীকে মা বলে ডাকলো স্বামী

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:২৭ এএম, ২৫ ডিসেম্বর ২০১৯

রাগে স্ত্রীকে মা বলে ডাকলো স্বামী
এক লোক অফিস থেকে সন্ধ্যায় বাড়ি ফেরার সাথে সাথে তার ছোট ছেলে হাত ধরে টান দিয়ে বলল, ‘বাবা, আমার জন্য চকলেট এনেছো?’ লোকটি মাত্র অফিস থেকে এসেছে। মাথা এমনিতেই গরম। রাগের চোটে ছেলেকে বলল, ‘সর শালার পো শালা।’

লোকটির স্ত্রী রান্না করছিল। এ কথা শুনে সে রান্না ঘর থেকে এসে স্বামীকে বলল, ‘একি! তুমি নিজের ছেলেকে শালার পো শালা বলে গালি দিলে? ছেলেকে কেউ শালা বলে?’ স্ত্রীর কথা শুনে স্বামী বলল, ‘দেখো মা, রাগে মাথা ঠিক নেই!’

****

অর্ধেক লিপিস্টিক স্বামীর পেটে
স্বামী: তোমার এক মাসে এতো লিপিস্টিক লাগে?
স্ত্রী: লাগবেই তো।
স্বামী: আমি ভাবতে পারি না, আর কারো এতো লাগে কি-না?
স্ত্রী: আরে লিপিস্টিক অর্ধেক তো তোমার পেটেই যায়।

****

ইঁদুরকে ভয় পায় স্ত্রী
দুই বন্ধুর মধ্যে কথা কাটাকাটি হচ্ছে—
১ম বন্ধু: আসলে তুই একটা ইঁদুর।
২য় বন্ধু: তোর এ কথাটা আমি মানতে পারলাম না।
১ম বন্ধু: কেন?
২য় বন্ধু: ইঁদুর হলে আমার বউ এতদিনে আমাকে দেখে ছুটে পালাত।
১ম বন্ধু: এতে পালানোর কী আছে?
২য় বন্ধু: কারণ ইঁদুরকে ওর ভীষণ ভয়।

এসইউ/জেআইএম

আরও পড়ুন