ভিডিও EN
  1. Home/
  2. জোকস

আজকের জোকস : রাস্তার হকারের নাতি বেশি বাচাল হয়

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:৩৩ এএম, ১৯ ডিসেম্বর ২০১৯

রাস্তার হকারের নাতি বেশি বাচাল হয়
শিক্ষক: মফিজ, তুমি তো বেশি কথা বলো।
মফিজ: স্যার, এটা বংশগত।
শিক্ষক: কী বলতে চাও?
মফিজ: আমার দাদু একজন রাস্তার হকার ছিলেন, আমার বাবা একজন শিক্ষক।
শিক্ষক: আর তোমার মা?
মদন: তিনি তো মহিলা।

****

সূর্য না চাঁদ কোনটি বেশি গুরুত্বপূর্ণ?
শিক্ষক: বলো তো, কোনটি আমাদের জন্য অধিকতর গুরুত্বপূর্ণ, সূর্য না চাঁদ?
ছাত্র: চাঁদ, স্যার।
শিক্ষক: কেন?
ছাত্র: চাঁদ আমাদের রাতের বেলা আলো দেয়; যখন আমাদের প্রয়োজন হয়। কিন্তু সূর্য দিনে আলো দেয়; যখন আমাদের আলো প্রয়োজন হয় না।

****

রাস্তায় টাকা পড়ে থাকলে কী করবেন?
শিক্ষক: তোমার আসতে এত দেরি হলো কেন?
ছাত্র: ওই রাস্তায় একজনের একটি পাঁচশ টাকার নোট হারিয়ে গেছিল।
শিক্ষক: ও আচ্ছা, তুমি তাকে টাকাটা খুঁজতে সাহায্য করছিলে?
ছাত্র: না স্যার, আমি তো টাকাটার ওপর দাঁড়িয়ে ছিলাম।

এসইউ/জেআইএম

আরও পড়ুন