আজকের জোকস : চাকরি স্থায়ী করার সহজ উপায়
চাকরি স্থায়ী করার সহজ উপায়
এক কোম্পানির দুই গাড়ি চালক বসে গল্প করছে-
১ম চালক: কি রে, মাঝখানে শুনলাম তোর নাকি চাকরি যায় যায় অবস্থা হয়েছিল।
২য় চালক: হুম, ঠিকই শুনেছিস।
১ম চালক: তা কী করে সামলে নিলি?
২য় চালক: এ আর কঠিন কী? অ্যাকসিডেন্ট করে গাড়ির দামি উইন্ডশিল্ড ভেঙে ফেললাম।
১ম চালক: বলিস কী?
২য় চালক: হ্যাঁ! তারপর বস বললো, আগামী তিন বছরে ওই টাকা আমার বেতন থেকে কেটে রাখবে! তিন বছরের জন্য চাকরি পাক্কা!
> আরও পড়ুন- আজকের জোকস : বিশ্বকাপে বল হাতে সেঞ্চুরি
****
গাছ লাগানোর কারণে আটক
১ম বন্ধু: দেশটা উচ্ছনে গেল।
২য় বন্ধু: কেন, কী হয়েছে?
১ম বন্ধু: এই যে চারিদিকে ‘গাছ লাগাও’, ‘গাছ লাগাও’ বলে হই-হুল্লোড়।
২য় বন্ধু: তাতে সমস্যা কী?
১ম বন্ধু: অথচ বাবাকে গাছ লাগানোর অপরাধে পুলিশ ধরে নিয়ে গেল।
২য় বন্ধু: কেন, কী গাছ লাগিয়েছিল তোর বাবা?
১ম বন্ধু: গাঁজা গাছ।
> আরও পড়ুন- আজকের জোকস : নব দম্পতির কথোপকথন
****
পাশের বাড়ির মেয়েটির ব্যায়াম
১ম প্রতিবেশী: আমার স্বামীকে নিয়ে পড়েছি এক বিপদে। প্রতিদিন সকালে টিভিতে ব্যায়ামের অনুষ্ঠান শুরু হলেই লাফ দিয়ে সে বিছানা ছেড়ে উঠে যায়।
২য় প্রতিবেশী: বিপদ বলছেন কেন, এ বয়সে ব্যায়াম করাটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো।
১ম প্রতিবেশী: আরে, নিজে ব্যায়াম করলে ভালো হতো। ও তো উঠেই জানালা দিয়ে পাশের বাড়ির মেয়েটির ব্যায়াম দেখতে যায়।
এসইউ/পিআর