আজকের জোকস : বিশ্বকাপে বল হাতে সেঞ্চুরি

বিশ্বকাপে বল হাতে সেঞ্চুরি
প্রথম বন্ধু: বল তো, এবারের বিশ্বকাপে বল হাতে সেঞ্চুরি করেছে কে?
দ্বিতীয় বন্ধু: কে আবার, কিলার মিলার?
প্রথম বন্ধু: আরে না, উনি তো ব্যাটস ম্যান।
দ্বিতীয় বন্ধু: তাহলে কে আবার?
প্রথম বন্ধু: কেন, আফগানিস্তানের রশীদ খান।
> আরও পড়ুন- আজকের জোকস : রক্ত দিয়ে লেখা প্রেমপত্র
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
****
এক পা রাস্তায় অন্য পা ফুটপাতে
সিনেমা হল থেকে নাইট শো দেখে বাড়ি ফিরছে এক লোক। হঠাৎ দেখল, তার আগে একটা মাতাল টলতে টলতে যাচ্ছে। তার একটা পা ফুটপাতের উপরে, একটা পা রাস্তায়।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
লোকটি এগিয়ে গিয়ে মাতালটাকে রাস্তায় নামিয়ে দিলো। মাতাল তখন সোজা হয়ে হাঁটতে হাঁটতে বলল, ‘আমি ভেবেছিলাম, আমি বুঝি খোঁড়া হয়ে গেছি।’
> আরও পড়ুন- আজকের জোকস : সবাই দুলাভাই ডাকে
বিজ্ঞাপন
****
মাতালের নির্দিষ্ট ঠিকানা নেই
দুই মাতালকে পুলিশ আটক করেছে-
পুলিশ: তোমার ঠিকানা বলো।
প্রথম মাতাল: আমার কোন নির্দিষ্ট ঠিকানা নাই।
পুলিশ: আর তোমার?
দ্বিতীয় মাতাল: আমি ওর উপরের ফ্ল্যাটের ঠিক উপরের ফ্ল্যাটটায় থাকি।
এসইউ/পিআর
আরও পড়ুন
বিজ্ঞাপন