আজকের জোকস : দামাদামি করে চুরি
দামাদামি করে চুরি
বল্টু : এই শার্টটার দাম কত?
দোকানদার : ৭০০ টাকা।
বল্টু : ২০০ টাকায় হবে ভাই?
দোকানদার: কী যে বলেন, না এতে হবে না।
বল্টু : তাহলে ২২০ টাকা রাখবেন?
দোকানদার : না, একদাম ৫০০ টাকায় নিবেন?
বল্টু : না, আমি ৩০০ টাকা দেব।
দোকানদার : শেষ দাম ৪০০ হলে নিয়ে যান।
বল্টু : না ভাই, শেষ দাম ৩৫০ হলে বলেন, নাইলে আমি যাই।
দোকানদার : আচ্ছা নিয়া যান।
বল্টু শার্ট হাতে নিয়ে দিল এক দৌড়। দোকানদার ডেকে বললো-
দোকানদার : কিরে, শার্ট যখন চুরিই করবি তাহলে এতক্ষণ দামাদামি করলি কেন?
বল্টু : আরে, দামাদামি না করলে তোমার ৭০০ টাকা লস হতো, এখন ৩৫০ টাকা লস হইছে।
আরও পড়ুন > আজকের জোকস : স্বামী-স্ত্রীর দুষ্টুমি
****
সপরিবারে দাওয়াত আছে
মালিক : আমাদের দোকানে যে পচা ডিমগুলো ছিলো, সেগুলো কে কিনলো?
কর্মচারী : লিয়াকত সাহেব।
মালিক : গত বছরের পাঁচ কেজি আটা?
কর্মচারী : লিয়াকত সাহেব।
মালিক : আর মেয়াদ শেষ হয়ে যাওয়া সেমাইগুলো?
কর্মচারী : লিয়াকত সাহেবই সব নিয়ে গেছেন।
মালিক : বলিস কি? তার বাসায় আজ আমার সপরিবারে দাওয়াত আছে।
আরও পড়ুন > আজকের জোকস : বুড়ো-বুড়ির প্রেম
****
এক ভিক্ষুকের সঙ্গে এক ভদ্রলোকের কথা হচ্ছে-
ভদ্রলোক : তুমি মদ খাও?
ভিক্ষুক : না হুজুর।
ভদ্রলোক : জুয়া খেলো?
ভিক্ষুক : না হুজুর।
ভদ্রলোক : মেয়ে মানুষের বাড়ি যাও?
ভিক্ষুক : না হুজুর।
ভদ্রলোক : তাহলে আমার বাড়ি চলো। আমার বউকে দেখাবো, যে লোক মদ খায় না, জুয়া খেলে না, মেয়ে মানুষের বাড়ি যায় না, তার কী অবস্থা হয়।
এইচএন/জেআইএম