আজকের জোকস : বাসর ঘরে লাজুক স্বামীর প্রশ্ন
বাসর ঘরে লাজুক স্বামীর প্রশ্ন
বাসর রাতে এক লাজুক স্বামী তার স্ত্রীকে কিছু বলতে পারছে না। এভাবে ৪০-৪৫ মিনিট পার হলো। এরপর বর দেখলো এখন কিছু না বললেই নয়, তাই সে অনেক সাহস নিয়ে ধীরে ধীরে স্ত্রীকে বললো-
স্বামী: তুমি যে আজ রাতে আমার সঙ্গে থাকবা, তোমার আব্বা-আম্মা কি জানে?
আরও পড়ুন > আজকের জোকস : সব ছেলে একই রকম
****
আজকে কি ঈদ?
ছেলে: মা মা, আজকে কি ঈদ?
মা: না তো, কেন কী হইছে?
ছেলে: না মানে, ভাইয়াকে দেখলাম পাশের বাড়ির আপুর সাথে কোলাকুলি করছে।
মা: কী বললি!
আরও পড়ুন > আজকের জোকস : চুরি করে নিয়ে যাবে নাকি!
****
কাঁদছিস কেন?
বাবা: কী রে কাঁদছিস কেন?
ছেলে: ওই বুড়ো লোকটার পায়ে পাড়া মেরেছিলাম।
বাবা: সে কী! ওনার কাছে ক্ষমা চাসনি?
ছেলে: হ্যাঁ, চেয়েছি।
বাবা: তবু মারলো? চল তো গিয়ে দেখি।
বাবা ছেলেকে নিয়ে বুড়োর কাছে গিয়ে বললেন-
বাবা: কী ব্যাপার চাচা, ছেলেটা আপনার কাছে ক্ষমা চাইলো, তবুও ওকে এভাবে মারলেন?
বুড়ো: সাধে কি আর মারছি? তোমার পোলায় আমার পায়ে পাড়া দিয়া ‘সরি’ কইলো। আমি তার ভদ্রতায় খুশি হইয়া তারে ১০ টাকা দিলাম। সে টাকার লোভে আবার আমার পায়ে পাড়া মারলো!
এইচএন/জেআইএম