ভিডিও EN
  1. Home/
  2. জোকস

আজকের জোকস : বুড়ো-বুড়ির প্রেম

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২:২৫ পিএম, ০৯ এপ্রিল ২০১৯

বুড়ো-বুড়ির প্রেম

বুড়ো-বুড়ি দম্পতি গল্প করছে। হঠাৎ বুড়ি বুড়োকে বললো-

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বুড়ি: মনে আছে সুইটহার্ট, আগে আমি তোমাকে আইসক্রিম আনার কথা বলতাম আর তুমি পরম আদরে আমার জন্য আইসক্রিম নিয়ে আসতে। আজ আগের মতো একটা আইসক্রিম নিয়ে আসো তো। আর কাগজে লিখে নিয়ে যাও। তোমার তো এখন ভুলে যাওয়ার অভ্যাস।
বুড়ো: তোমার মতো এতো তাড়াতাড়ি আমি ভুলি না।

এই কথা বলে বুড়ো চলে গেলো। দীর্ঘ দুই ঘণ্টা পরে বুড়ি পাউরুটি হাতে নিয়ে ফিরলো। তা দেখে তো বুড়ি রেগেমেগে আগুন-
বুড়ি: বারবার বললাম লিখে নিয়ে যাও। চাইলাম নুডলস আর এনেছো পাউরুটি!

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

****

পরীর মত সুন্দর

বিজ্ঞাপন

ভিক্ষুক: আপনাকে পরীর মতো সুন্দর লাগছে। কিছু ভিক্ষা দিন। আমি এক অন্ধ মানুষ।
গৃহকর্ত্রী: দেখলে, লোকটা কেমন মিথ্যুক, সে নাকি অন্ধ।
স্বামী: সে সত্যিই অন্ধ।
স্ত্রী: কী করে বুঝলে?
স্বামী: সে তোমাকে পরীর মতো সুন্দর বলল যে।

****

বউয়ের অনেক দুঃখ

বিজ্ঞাপন

আকাশকে কাঁদতে দেখে মনির এগিয়ে গিয়ে বললো-
মনির: কী কাঁদছিস কেন?
আকাশ: বউয়ের দুঃখে!
মনির: কেন? কী হয়েছে?
আকাশ: আমার বউয়ের অনেক দুঃখ। সে না আমার ওপর রাগ করে বাপের বাড়ি যেতে পারে না।
মনির: কেন পারে না?
আকাশ: আমি যে ঘরজামাই!

এইচএন/এমকেএইচ

আরও পড়ুন

বিজ্ঞাপন