আজকের কৌতুক : যে কারণে স্বর্গে বিয়ে হয় না

কৌতুক এক : যে কারণে স্বর্গে বিয়ে হয় না
স্ত্রী: আচ্ছা স্বর্গে বিয়ে হয় না?
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
স্বামী: না।
স্ত্রী: কেন?
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
স্বামী: স্বর্গে যদি বিয়ে হয়, তাহলে সেটা আর স্বর্গ থাকবে না, দুদিনেই নরক হয়ে যাবে!
আরও পড়ুন : আজকের কৌতুক : স্ত্রীর ভয়ে খাটের নিচে স্বামী
বিজ্ঞাপন
****
কৌতুক দুই : টাকা গুনতে হবে না
ব্যাংক ডাকাতি করে ডাকাতদল চলে যাচ্ছে।
বিজ্ঞাপন
এক ডাকাত বললো, যাওয়ার আগে টাকাটা একবার গুনে নিলে হতো না, ওস্তাদ!
সরদার বললো, গোনার দরকার নেই, কাল পত্রিকা দেখলেই হবে!
আরও পড়ুন : আজকের কৌতুক : দাম্পত্য জীবনে সুখী হওয়ার উপায়
****
বিজ্ঞাপন
কৌতুক তিন : জন্মদিনে সেরা উপহার
প্রেমিক: আমার জন্মদিনে তুমি আমাকে যে মাউথ অর্গানটা দিয়েছিলে সেটাই জন্মদিনে আমার সেরা উপহার।
প্রেমিকা: তাই নাকি? কেন?
বিজ্ঞাপন
প্রেমিক: কারণ ওটা আমি যখনই বাজাতে শুরু করি তখনই মা আমার বাজনা থেকে রেহাই পেতে দশ টাকা করে দেন।
এইচএন/আরআইপি
আরও পড়ুন
বিজ্ঞাপন