আজকের জোকস: কখন বেশি ভালোলাগে

কখন বেশি ভালোলাগে
স্ত্রী: এই সত্যি করে বলো না, কখন আমাকে তোমার সবচাইতে ভালোলাগে?
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
স্বামী: যখন তুমি তোমার বাবার বাড়িতে থাকো তখন!
আরও পড়ুন: আজকের জোকস : দুনিয়ার সবচেয়ে সুন্দরী মেয়ে
****
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
নিজের মতো করে লিখেছি
পরীক্ষার হল থেকে বেরিয়ে দুই বন্ধু বলাবলি করছে-
বিজ্ঞাপন
টিটু: তুই আমার খাতা দেখে হুবহু সব লেখিসনি তো আবার।
সুমন: আরে না, আমি প্রায় জায়গাতেই তোর কথাগুলো থেকে ধারণা নিয়ে নিজের মতো করে লিখেছি।
টিটু: কেমন শুনি?
বিজ্ঞাপন
সুমন: এই যেমন ধর, বাঙালি সাহিত্যিকদের নিয়ে আলোচনা অংশে তুই লিখেছিস রবীন্দ্রনাথ সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। আর আমি লিখেছি জসিমউদ্দিন সাহিত্যে নোবেল পুুরস্কার পেয়েছেন!
আরও পড়ুন: আজকের জোকস : ডিভোর্স দিতে বাধ্য হবো!
****
টাকা হারিয়ে গিয়েছিল
বিজ্ঞাপন
শিক্ষক: তোমার এত দেরি হলো কেন?
সেলিম: ওই রাস্তায় একজনের একটা পাঁচশো টাকার নোট হারিয়ে গিয়েছিল।
শিক্ষক: আচ্ছা, তুমি তাকে টাকাটা খুঁজতে সাহায্য করছিলে?
বিজ্ঞাপন
সেলিম: না, আমি টাকাটার ওপর দাঁড়িয়ে ছিলাম।
এইচএন/এমকেএইচ
আরও পড়ুন
বিজ্ঞাপন