ভিডিও EN
  1. Home/
  2. জোকস

আজকের জোকস: কিপটেমির একটা সীমা আছে

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২:০৯ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৯

প্রথম বন্ধু: আশ্চর্য! কিপটেমিরও তো একটা সীমা আছে, তাই না! তুই এই একটা শার্টই ঘুরিয়ে-ফিরিয়ে গত তিন বছর ধরে পরছিস।
দ্বিতীয় বন্ধু: খবরদার আমার নামে বানিয়ে বানিয়ে মিথ্যা বলবি না। এখনও এই শার্টটার তিন বছর হতে পাক্কা ১১ দিন বাকি!

আরও পড়ুন: আজকের জোকস : এক বছরের মধ্যে সব বদলে দেবেন

****

বিজ্ঞাপন দিয়ে কি কাজ হয়

দুই ব্যবসায়ী গল্প করছে-
: আচ্ছা ভাই, সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে কি কোনো কাজ হয়?
:মাঝে-মাঝে হয় বৈকি। গত মাসে বিজ্ঞাপন দিলাম আমার দোকানে একজন নাইটগার্ড চাই। সেই রাত্রেই দোকানে চুরি হলো!

আরও পড়ুন: আজকের জোকস : নারীকে অপমান করলেন চার্চিল

****

শিক্ষক: বিড়াল ইংরেজি কী?
ছাত্র: ক্যাট।
শিক্ষক: বিড়াল কীভাবে ডাকে?
ছাত্র: মিঁয়াও মিঁয়াও।
শিক্ষক: ইঁদুর ইংরেজি কী?
ছাত্র: মাউস।
শিক্ষক: ইঁদুর কীভাবে ডাকে?
ছাত্র: ক্লিক ক্লিক!

এইচএন/এমএস

আরও পড়ুন