ভিডিও EN
  1. Home/
  2. জোকস

আজকের জোকস : নারীকে অপমান করলেন চার্চিল

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:৩৪ এএম, ২১ জানুয়ারি ২০১৯

নারীকে অপমান করলেন চার্চিল
চার্চিলকে এক নারী এক পার্টিতে বললেন, ‘আপনি তো মনে হচ্ছে খুব বাজে রকম মাতাল হয়েছেন।’

চার্চিল ভেতরে ভেতরে বিরক্ত হলেন। বললেন, ‘হ্যাঁ আমি এখন মাতাল তবে কাল ভোরে আর মাতাল থাকব না। কিন্তু আপনি এখন দেখতে যেমন কুৎসিত, কালও কিন্তু কুৎসিতই থাকবেন।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

****

ট্রাম্পের গলায় তিনশ মালা
মিটিং শেষে ট্রাম্প গলায় প্রচুর মালা নিয়ে মঞ্চ থেকে নেমে এলেন। কিন্তু মুড অফ।
কর্মী: বস বিষয় কী, গলায় এত মালা তারপরও মুড অফ?
ট্রাম্প: পয়সা দিলাম পাঁচশ মালার, গলায় দিছে তিনশ মালা...

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

****

কোনো মহিলাকে ঢুকতে দেখিনি
সেক্রেটারি অব স্টেট হিসেবে কিসিঞ্জার তখন দিল্লি গেছেন। অশোকা হোটেলে কঠিন নিরাপত্তায় অবস্থান করছিলেন। ইন্ডিয়ান চিফ প্রোটোকল গেলেন তার সাথে দেখা করতে। দরজায় সিকিউরিটিকে জিজ্ঞেস করে নিশ্চিত হতে চাইলেন- চিফ: এখানে কিসিঞ্জার আছেন?
গার্ড: বলতে পারবো না, কোনো মহিলাকে তো ঢুকতে দেখিনি।

বিজ্ঞাপন

এসইউ/জেআইএম

আরও পড়ুন

বিজ্ঞাপন