ভিডিও EN
  1. Home/
  2. জোকস

আজকের কৌতুক : যে বই কেউ পড়ে না

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:৩৮ এএম, ২০ জানুয়ারি ২০১৯

কৌতুক- এক : যে বই কেউ পড়ে না
বইমেলার নিউজ করতে গেলেন এক সাংবাদিক। দেশের নামিদামি এক লেখক প্রশ্ন করলেন তাকে—
লেখক: বলুন তো, ক্ল্যাসিক বই কাকে বলে?
সাংবাদিক: কাকে বলে?
লেখক: যে বইয়ের সবাই প্রশংসা করে, কিন্তু কেউ পড়ে না।

> আরও পড়ুন- আজকের কৌতুক : প্রেমের সংখ্যা গুনে বলতে হবে

****

কৌতুক- দুই : ঘড়িটা কি থেমে গেছে?
ঘড়ির দোকানের কর্মচারীর হাত থেকে একটি দামি ঘড়ি পড়ে গেল মেঝেতে। সেটা সে মালিককে বলল। মালিক বলল—
মালিক: ঘড়িটা কি থেমে গেছে?
কর্মচারী: অবশ্যই। আপনি কি ভেবেছেন ওটা মেঝের কংক্রিট ফুটো করে আরো নিচে চলে যাবে?

> আরও পড়ুন- আজকের কৌতুক : মানুষ কেন বিছানায় যায়?

****

কৌতুক- তিন : চুরি করা তরমুজ ফেরত
মার্ক টোয়েন তার সততার একটি গল্প প্রায়ই বলতেন। গল্পটা এমন—
মার্ক টোয়েন তখন ছোট। একবার সে একটি তরমুজের গাড়ি থেকে একটি তরমুজ চুরি করলো। তারপর একটি লুকানো জায়গায় গিয়ে যেই তরমুজে কামড় দিতে গেলো, তখনই তার মনে হলো কাজটা ঠিক হচ্ছে না। তখন সে তরমুজটি তার মালিককে ফিরিয়ে দিলো।
তবে ফিরে আসার সময় আগেরটার বদলে একটি পাকা তরমুজ নিয়ে এলো!

এসইউ/এমএস

আরও পড়ুন