ভিডিও EN
  1. Home/
  2. জোকস

আজকের জোকস : পুরান ঢাকায় সবার মুখে ‘হালা’

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:২৬ এএম, ১২ জানুয়ারি ২০১৯

পুরান ঢাকায় সবার মুখে ‘হালা’
পুরান ঢাকার এক খালা তার দুই ভাগ্নেকে নিয়ে বাজার গেছেন। খালা সবকিছু দেখেন কিন্তু কেনেন না।
ছোট ভাগ্নে: খালা হালারে নিয়া বাজারে আইলেই হালার ঝামেলা, হালায় এইডা দেহে, হেইডা দেহে মাগার কিচ্ছুই হালায় কিনে না।
বড় ভাগ্নে: ধুর হালার ঘরের হালা, খালারে কেউ হালা কয়! হালা মুরুব্বী না?
খালা: হালার এমুন পোলা জন্ম দিছে, কুনো আদব লেহাজ শিখে নাইক্কা। তোগো বাপ হালায় আইজকা আহুক, বিচার দিয়া সব হালার পিঠের চামড়া উঠামু।

> আজকের জোকস : রিমোট দিয়ে চালু হবে কম্পিউটার

****

ডানহাত সরাইয়া বামহাত দিলাম
এক শ্রমিক কারখানায় কাজ করতে গিয়ে বামহাত কেটে গেছে। সবাই বাড়িতে এসে তাকে সান্ত্বনা দিচ্ছে। একজন বলল-
লোক: ভাই, তা-ও তোমার কপালডা ভালা, ডানহাত না কাইট্টা বামহাত কাটছে।
শ্রমিক: আরে ব্যাডা কী কছ! আমার বুদ্ধি আছে না, যখন দেখলাম ডানহাত কাটা পড়তেসে, তক্ষণি ডানহাত সরাইয়া বামহাত দিয়া দিলাম।

> আজকের জোকস : মদ খেলে সন্ত্রাসীকে ফেরেশতা মনে হয়

****

টাকার লোভে পায়ে পাড়া দিল!
রাস্তায় ছেলেকে মারার পর বাবা ওই বুড়োর কাছে গিয়ে বললেন-
বাবা: কী ব্যাপার চাচা, ছেলেটা আপনার কাছে ক্ষমা চাইলো, তা-ও ওকে এভাবে মারলেন?
বুড়ো: সাধে কি আর মারছি? তোমার পোলায় আমার পায়ে পাড়া দিয়া ‘সরি’ কইলো। আমি তার ভদ্রতায় খুশি হইয়া তারে ১০ টাকা দিলাম। সে টাকার লোভে আবার আমার পায়ে পাড়া মারলো!

এসইউ/এমএস

আরও পড়ুন