আজকের কৌতুক : প্রেমিকার চোখের পানির প্রভাব
কৌতুক- এক : প্রেমিকার চোখের পানির প্রভাব
শিক্ষক: বল তো মায়ের চোখের পানি আর প্রেমিকার চোখের পানির মধ্যে পার্থক্য কী?
পল্টু: মায়ের চোখের পানি হার্টের ওপর প্রভাব ফেলে। প্রেমিকার চোখের পানি পকেটের ওপর প্রভাব ফেলে।
> আরও পড়ুন- আজকের কৌতুক : লুঙ্গিতে আগুন লাগলে যা করবেন
****
কৌতুক- দুই : ডায়রিয়ায় বিজ্ঞানীর মৃত্যু
অনেক গবেষণা আর পরিশ্রমের পর শেষ বয়সে ডায়রিয়া আক্রান্ত হয়ে মারা গেলেন এক বিজ্ঞানী। তবে মৃত্যুর আগে গতিবিদ্যার চতুর্থ সূত্র আবিষ্কারের কথা জানিয়ে গেলেন মিডিয়াকে। অবশ্য সেই সূত্র কেবল তার শেষকৃত্যের পরই প্রকাশের অনুরোধ করে গেলেন।
চোখের জলে বিজ্ঞানীকে দাফন করার পর তার রেখে যাওয়া নোটবুকে সেই সূত্রের দেখা মিলল-
‘লুজ মোশন ক্যান নেভার বি ডান ইন স্লো মোশন!’
> আরও পড়ুন- আজকের কৌতুক : বউ মারা যাওয়ায় সারপ্রাইজ
****
কৌতুক- তিন : আমি আসলে অবিবাহিত না
প্রেমিক: তোমাকে একটা সত্য কথা বলতে চাই... কিন্তু কিভাবে যে...
প্রেমিকা: এত টেনশনের কি আছে! বলে ফেল...
প্রেমিক: না, মানে... তুমি কিভাবে নেবে বিষয়টা...
প্রেমিকা: আরে কি আর মনে করব! নির্ভয়ে বলে ফেল!
প্রেমিক: আমি কিন্তু আসলে অবিবাহিত না। আমার বউ এবং একটা বাচ্চাও আছে...
প্রেমিকা: এই ব্যাপার! এটা নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। আমি তো ভাবছিলাম গাড়িটা বুঝি তোমার না!
এসইউ/জেআইএম