ভিডিও EN
  1. Home/
  2. জোকস

আজকের কৌতুক : মানুষ কেন বিছানায় যায়?

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৯:৫২ এএম, ৩১ ডিসেম্বর ২০১৮

কৌতুক- এক : মানুষ কেন বিছানায় যায়?

প্রশ্নকর্তা: রাতে মানুষ কেন বিছানায় যায়?

প্রার্থী: রাত হলেও বিছানা মানুষের কাছে আসে না, তাই।

প্রশ্নকর্তা: কীভাবে একটা মানুষ দশ দিন না ঘুমিয়ে থাকতে পারে?

প্রার্থী: রাতে ঘুমাবে!

কৌতুক- দুই : আঙুলে অমোচনীয় কালি

সেন্টু ভোট দিতে গেলে অফিসার তার আঙুলে অমোচনীয় কালি লাগালেন-

সেন্টু: স্যার, এই কালি কি সাবান দিলে উঠে যাবে?

অফিসার: না।

সেন্টু: স্যার, দয়াকরে এই কালি এক শিশি দিবেন। নইলে কোম্পানির নামটা বলেন, প্লিজ!

অফিসার: এই কালি দিয়ে কি করবেন আপনি?

সেন্টু: স্যার, কোন কলপই চুলে ১৫ দিনের বেশি থাকে না। তাই এবার থেইকা এইটাই লাগামু চুলে।

কৌতুক- তিন : টাকা বানাতে শিখিনি

নকল টাকা বানানোর কারখানায় অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করা হলো-

পুলিশ: নকল টাকা বানিয়েছিলেন কেন?

আসামি: আসল টাকা বানাতে শিখিনি বলে।

এসইউ/এমকেএইচ

আরও পড়ুন