আজকের জোকস : প্রেমিকের সংখ্যা গুনে গাছ লাগাল প্রেমিকা

প্রেমিকের সংখ্যা গুনে গাছ লাগাল প্রেমিকা
পার্কের নোটিশ বোর্ডে উপদেশ হিসেবে লেখা ছিল- ‘গাছের গায়ে প্রেমিকের নাম খোদাই করার বদলে নিজের প্রেমিকের নামে একটা গাছ লাগাও।’
কথাটা তীরের মত অন্তরের অন্তঃস্থলে গিয়ে আঘাত করেছিল সুমনার। সুমনা অনেক ভেবেচিন্তে বয়ফ্রেন্ডের সংখ্যা গুনে চার বিঘা জমি কিনে তাতে আখের চাষ করে ফেলল।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
> আরও পড়ুন- আজকের জোকস : বিবাহবার্ষিকীতে কাঁদলো স্বামী
****
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
নেতার বক্তব্য হয়ে গেল ‘রেসিপি’
নেতা কার্যালয়ে গিয়ে তার সেক্রেটারিকে তলব করল— ‘দেখো তো, কাল যে খাদ্য পরিস্থিতির উপর বক্তব্য রাখলাম সেটার কাভারেজ কেমন হয়েছে।’
একটু পর কয়েকটা দৈনিক কাগজ নিয়ে সেক্রেটারি এসে জানাল, ‘স্যার, সবাই আপনার বক্তব্য মেয়েদের পাতায় ‘রেসিপি’ হিসেবে ছেপেছে।’
বিজ্ঞাপন
> আরও পড়ুন- আজকের জোকস : পানিফলের হালুয়ায় স্মরণশক্তি বাড়ে
****
বক্তৃতার প্রতিটি শব্দ বই থেকে নেয়া
এক নেতা জ্বালাময়ী বক্তব্য রাখছিলেন। বক্তৃতা শেষে হাত তুলল এক দর্শক।
নেতা: আপনি কিছু বলতে চান?
দর্শক: হ্যাঁ, আপনার বক্তৃতার প্রতিটি শব্দ একটি বই থেকে নেয়া।
নেতা: কী বলতে চান, আপনি? কোন বই?
দর্শক: বইটা আমার বাসায় আছে।
নেতা: আমি বইটি দেখতে চাই।
দর্শক: বেশ, আমি বাসায় গিয়ে বইটি পাঠিয়ে দিচ্ছি।
বিজ্ঞাপন
নেতা বইটি পেলেন কিছুক্ষণ পর। বইটি একটা বাংলা ডিকশনারি।
এসইউ/এমএস
আরও পড়ুন
বিজ্ঞাপন