আজকের কৌতুক : চিকিৎসক অসুস্থ হলে যা করেন
কৌতুক- এক : চিকিৎসক অসুস্থ হলে যা করেন
চিকিৎসক: শরীর ভালো লাগছে না, তাড়াতাড়ি একজন ডাক্তার ডেকে আনো!
কম্পাউন্ডার: স্যার, আপনি নিজেই তো দেশসেরা ডাক্তার!
চিকিৎসক: আরে গাধা! আমার ফিসও তো দেশে সবচেয়ে বেশি। সেজন্যই তো বলছি অন্য ডাক্তার ডাক!
> আরও পড়ুন- আজকের কৌতুক : তালাক দেওয়ার সাহস নেই
****
কৌতুক- দুই : মোবাইলের কারণে যত গণ্ডগোল
স্বামী: কতবার বলেছি রান্না করতে করতে মোবাইল দেখো না। এটা ডাল হয়েছে? না লবণ, না-কোনও মসলা।
স্ত্রী: আমিও তোমাকে কতবার বলেছি যে মোবাইল দেখতে দেখতে খাবার খেয়ো না। ভাতে তুমি ডাল দাওনি, পানি ঢেলেছো।
> আরও পড়ুন- আজকের কৌতুক: স্বামীকে নিয়ে স্ত্রীর বাজে স্বপ্ন
****
কৌতুক- তিন : তরকারিতে লবণ বেশি
স্বামী: আজ তরকারিতে লবণ বেশি লাগছে।
স্ত্রী: লবণ ঠিকই আছে। সবজি কম হয়েছে। বলেছিলাম না, তরি-তরকারি বেশি করে আনবে।
এসইউ/পিআর