ভিডিও EN
  1. Home/
  2. জোকস

আজকের কৌতুক : দেশ-বিদেশের কারাগারে বন্দি

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:২৮ এএম, ০৫ নভেম্বর ২০১৮

কৌতুক- এক : দেশ-বিদেশের কারাগারে বন্দি
জেলার: ছুটির দিনে সবারই আত্মীয়-স্বজন আসে দেখা করতে।
কয়েদি: জানি স্যার।
জেলার: কিন্তু তোমার কেউ আসে না কেন?
কয়েদি: তারা সবাই দেশ-বিদেশের ভিন্ন ভিন্ন কারাগারে বন্দি রয়েছে, স্যার।

****

কৌতুক- দুই : ঘুম বিষয়ে নসিহত
ক্লাসে এসে ছাত্রদের না পড়িয়ে ঘুমানোর জন্য খ্যাতি আছে স্যারের। অলস আর ফাঁকিবাজ স্বভাবের স্যার সেদিন ছাত্রদের ঘুম বিষয়ে নসিহত করছিলেন ক্লাসে-
স্যার: দেখ বাচ্চারা, বেশি ঘুম কিন্তু ভালো না। এই আমাকে দেখ! আমি দিনে আট ঘণ্টার বেশি ঘুমাই না।
ছাত্র: কিন্তু স্যার, স্কুল তো মাত্র ছয় ঘণ্টার... বাকি দুই ঘণ্টা কোথায় ঘুমান!

****

কৌতুক- তিন : আমার সাথে মজা করলি!
সাবের: দোস্ত, ‘আই অ্যাম গোয়িং’ এর বাংলা কি?
মন্টু: আমি যাচ্ছি।
সাবের: আমারে এর অর্থ তোর কয়া যাইতেই হইব। এভাবে যেতে পারবি না!
মন্টু: বললাম তো- আমি যাচ্ছি...
সাবের: এর আগে সাতজনরে জিগাইছি- কেউ জবাব দিলো না। খালি কয়- আমি যাচ্ছি! ঘটনা তো বুঝলাম না!
মন্টু: সবাই তো ঠিকই বলেছে।
সাবের: তুইও আমার সাথে মজা করলি!

এসইউ/জেআইএম

আরও পড়ুন