আজকের জোকস : প্রাচীনকালে ভারতে টয়লেট ছিল না
প্রাচীনকালে ভারতে টয়লেট ছিল না
ভারতীয় এক নেতা দাবি করেছিলেন, প্রাচীনকালেও ভারতে ইন্টারনেট ছিল। তার দাবির সূত্রে সমালোচনার ঝড় ওঠে রাজ্যজুড়ে-
১ম ব্যক্তি: মহাভারতের যুগেও ভারতে মোবাইল ফোন, টিভি ও ইন্টারনেট ছিল!
২য় ব্যক্তি: হ্যাঁ, সবই ছিল। শুধু ছিল না টয়লেট!
> আরও পড়ুন- আজকের জোকস : একটু বিরিয়ানি নিয়ে আসেন!
****
সবুজ চায়ের উপকারিতা
সবুজ চা’র পক্ষে-বিপক্ষে বিভিন্ন মতামত রয়েছে। তবে ঘরে আসা মেহমানকে সবুজ চা খাওয়ানোর বিশেষ কিছু সুবিধা রয়েছে। যেমন-
১. নিজেকে অভিজাত আর ধনি মনে হয় এবং মেহমানের সামনে ভাবও নেওয়া যায়।
২. চায়ের সঙ্গে বিস্কুট বা অন্য কিছু দেওয়ার ঝামেলা-খরচ দুটোই বেঁচে যায়।
৩. দুধের খরচটাও বেঁচে যায়, অনেক ক্ষেত্রে বেঁচে যায় চিনির খরচও।
৪. কাপ পুরো ভরে দিতে হয় না, অল্প পরিমাণেই পরিবেশন করা যায়।
৫. কেউ আর দ্বিতীয়বার নিতে চায় না।
৬. একবার সবুজ চা খাওয়ানোর পর সেই মেহমানকে দড়ি দিয়ে টেনেও আনা যায় না।
> আরও পড়ুন- আজকের জোকস : প্রেমিকার বিয়েতে নাচতে এলো প্রেমিক
****
কুকুর লেজ নাড়ায় কেন?
বস: আচ্ছা বল তো, কুকুর লেজ নাড়ায় কেন?
নান্টু: কারণ, লেজটা কুকুরের। তাই সে-ই নাড়ায়। বেড়ালের সেই ক্ষমতা নেই যে, কুকুরের লেজ নাড়াবে!
এসইউ/আরআইপি