আজকের জোকস : পৃথিবীতে সফল কারা?
পৃথিবীতে সফল কারা?
শিক্ষক: বল তো, পৃথিবীতে সফল কারা?
ছাত্র: শিক্ষক, ব্যবসায়ী আর স্ত্রীরা।
শিক্ষক: তারা কীভাবে সফল?
ছাত্র: শিক্ষকরা নিজের কথা অন্যের মগজে ভরে দেয়। ব্যবসায়ীরা অন্যের পকেটের টাকা নিজের পকেটে নিয়ে আসে। আর স্ত্রীরা এ দুটোতেই সফল হয়।
> আরও পড়ুন- আজকের জোকস : রোজ রোজ গেলে ইজ্জত থাকে না
****
শীত নিয়ে কী বললেন?
রবীন্দ্রনাথ ঠাকুর: (এই শীতে) স্নান যে করে আর স্নান যে সহে/তব ঘৃণা তারে যেন তৃণসম দহে।
কাজী নজরুল: চল চল চল/মাথায় দু’ ফোঁটা ছিটিয়ে জল, ভিজে তোয়ালেতে গা মুছে বল/ঢেলেছি আমি অনেক জল/চল চল চল।
> আরও পড়ুন- আজকের জোকস : ডাটা শেষ হওয়ায় রান্নাঘরে বৌমা
****
মশারা এমন অকৃতজ্ঞ নয়
সাংবাদিক: আপনারা মানুষের কানের কাছে প্যানপ্যান করেন কেন?
মশা: পায়ের কাছে বা অন্য কোথাও করলে শুনতে পায় না, তাই।
সাংবাদিক: শুনেছি, পুরুষ মশারা রক্ত খায় না, তাহলে কী খায়?
মশা: স্ত্রীর বকা খায়।
সাংবাদিক: মশারা কামড়ালে দেহে ডেঙ্গুর জীবাণু প্রবেশ করে কেন?
মশা: মশারা শুধু কি নিয়েই যাবে, কিছু দেবে না? মশারা এমন অকৃতজ্ঞ নয়।
এসইউ/এমএস