ভিডিও EN
  1. Home/
  2. জোকস

আজকের কৌতুক : নোংড়া পানিতে সাঁতার!

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:৩৫ এএম, ২৭ আগস্ট ২০১৮

কৌতুক- এক : নোংড়া পানিতে সাঁতার!
প্রশ্নকর্তা: আপনি সিভিতে উল্লেখ করেছেন- কোমর পানিতে, নোংড়া পানিতে সাঁতারে বিশেষ দক্ষতা রয়েছে। চাকরি তো করবেন অ্যাকাউন্ট্যান্ট হিসেবে। তার ওপর কোমর পানিতে-নোংড়া পানিতে সাঁতার! এসব কী! সিভিতে কেউ এ কথা লেখে?
প্রার্থী: স্যার, আমি আসলে বোঝাতে চেয়েছি- ঢাকায় ঝুম বৃষ্টি হলেও অফিসে পৌঁছাতে অসুবিধা হবে না আমার!
প্রশ্নকর্তা: সরি, আপনাকে ভুল বোঝার জন্য! আপনি আজই জয়েন করুন! আপনার মতো লোকই তো খুঁজছিলাম এতদিন... সাব্বাস!

****

কৌতুক- দুই : ফাঁকিবাজ কোথাকার!
শিক্ষক: পিন্টু, ক্লাসে আইসা খালি ঘুমাস? ফাঁকিবাজ কোথাকার!
পিন্টু: না স্যার! আমি ঘুমাইলাম কই?
শিক্ষক: ঘুমাস নাই! ঠিক আছে। বান্দরের ইংরেজি কি বল!
পিন্টু: মাঙ্কি, স্যার!
শিক্ষক: আমার সামনে নকলবাজি হচ্ছে? বই দেখে উত্তর দিচ্ছিস!
পিন্টু: সত্যি কইরা কইতাছি স্যার, বই দেখি নাই। আমি তো আপনার মুখের দিকে তাকায়া ছিলাম। তাই দেইখাই উত্তর দিছি!

****

কৌতুক- তিন : নকল গাড়ি কোথাও পাওয়া যায়?
বন্ধু: তোর বউ তো গাড়ি চেয়েছিল জন্মদিনে। কিন্তু দিলি ডায়মন্ড নেকলেস! কেন?
আক্কাস: তাতে সমস্যা কী?
বন্ধু: সমস্যা আর কী! মানে হীরার হারের চেয়ে গাড়ির দাম তো খুব একটা বেশি না। বরং এরচেয়ে কম খরচায় ভাবিকে একটা গাড়ি দিতে পারতি।
আক্কাস: আরে গর্দভ! নকল গাড়ি কোথাও পাওয়া যায়? বল!

এসইউ/জেআইএম

আরও পড়ুন