আজকের কৌতুক : অন্ধকার ট্রেনে স্বামী-স্ত্রী
কৌতুক- এক : অন্ধকার ট্রেনে স্বামী-স্ত্রী
নব বিবাহিত স্বামী-স্ত্রী রাতে ট্রেন ভ্রমণ করছে। হঠাৎ পুরো ট্রেনের ইলেক্ট্রিসিটি চলে গেল। বেশ কিছুক্ষণ পর আবার সব আলো জ্বলে উঠল-
স্বামী : আগে যদি জানতাম এতক্ষণ অন্ধকার থাকবে, তাহলে এর সদ্ব্যবহার করতাম।
স্ত্রী : কী করতে তাহলে?
স্বামী : আনেকগুলো চুমু খেতে পারতাম।
স্ত্রী : এতক্ষণ তাহলে কে ছিল?
> আরও পড়ুন- আজকের কৌতুক : কাজের বুয়াকে বিয়ে!
****
কৌতুক- দুই : দেব যখন ‘মহানায়ক’
দেব : গুরু, শুনেছ তো আমি ‘মহানায়ক’ হয়েছি।
রবি ঠাকুর : আমার তো মাঝে মাঝে ভয় হয়, ওরা আমার ফিরিয়ে দেওয়া নাইট উপাধিটা আবার তোকে না দিয়ে দেয়!
সোহম : কী রে দেব, লাঠিসোঁটা নিয়ে কোথায় চললি?
দেব : বুনোহাঁস মারতে।
সোহম : গিয়ে শুধু বলে দিস তুই ‘মহানায়ক’। ওরা এমনিই সুইসাইড করবে।
দেব : বুম্বা দা, জানো আমিই এখন নতুন ‘মহানায়ক’।
প্রসেনজিৎ : আচ্ছা দেব, তুই কি এমনি এমনি গাঁজা খাস, নাকি ভাত দিয়ে মেখে খাস?
> আরও পড়ুন- আজকের কৌতুক : গার্লফ্রেন্ডরা তাকে ছেড়ে গেছে
****
কৌতুক- তিন : দেশে মৃত্যুহার কত?
ক্লাসের সবচেয়ে ফাঁকিবাজ ছাত্রকে বাগে পেয়ে শিক্ষক বললেন-
শিক্ষক : বল্টু, দেশে মৃত্যুহার কত? জলদি বল।
বল্টু : ১০০% স্যার।
শিক্ষক : গর্দভ! এটা কী করে সম্ভব! তাহলে তো...
বল্টু : অসম্ভব কিছুই না, স্যার। কারণ যে একবার জন্মায় মরতে তার হবেই। নো চান্স! আপনাকেও...
এসইউ/পিআর