আজকের কৌতুক : তোর বউরে বাড়িতে পাওয়া যাইব?
কৌতুক- এক : তোর বউরে বাড়িতে পাওয়া যাইব?
পল্টু : কিরে বল্টু আজ চুপচাপ?
বল্টু : সেই দুপুর থেকে মাথাটা ধইরা রইছে।
পল্টু : বাম লাগিয়েছিস?
বল্টু : হ, বাম লাগাইছি, ওষুধও খাইছি, মাথা ধুইয়া দেখছি, নাকে পানি টাইনা দেখছি। কিছুতেই কিছু হইতাছে না।
পল্টু : আমারও একবার এই রকম মাথা যন্ত্রণা হচ্ছিল। কিছুতেই কমে না। শেষে বউয়ের কোলে মাথা রেখে শুইলাম। বউ মিনিট পনেরো চুলে বিলি কেটে, শাড়ির আঁচলের বাতাস দিতেই সব যন্ত্রণা ভোঁ-ভোঁ করে উড়ে গেলো।
বল্টু : কস কি? হাছা নাকি?
পল্টু : তবে আর বলি কিরে। একেবারে ম্যাজিক।
বল্টু : বাহ! তা কখন গেলে তোর বউরে বাড়িতে পাওয়া যাইব?
আরও পড়ুন- আজকের কৌতুক : তোমার শরীরের যে সাইজ
****
কৌতুক- দুই : ইজ্জত আড়াই গুণ বাড়িয়ে দেবে
কঠিন হিসেবি বাবার সঙ্গে কথা হচ্ছে স্ফূর্তিবাজ ছেলের-
ছেলে : বাবা, গাড়ির চাবিটা দাও।
বাবা : কেন?
ছেলে : পার্টিতে যাবো। তোমার ২০ লাখ টাকার গাড়িতে চড়ে গেলে আমার প্রেস্টিজ অনেক হাই হয়ে যাবে বন্ধুদের কাছে।
বাবা : এই নে ২০ টাকা। বাসে করে যা। ৫০ লাখ টাকার বাসযাত্রা তোর ইজ্জত আড়াই গুণ বাড়িয়ে দেবে।
****
কৌতুক- তিন : হালুয়া না পায়েস?
মন্টু গেছে সেন্টুর বাড়ি-
সেন্টু : হালুয়া না পায়েস? কোনটা খাবি দোস্ত?
মন্টু : তোদের বাড়িতে কি প্লেট একটা নাকি?
এসইউ/জেআইএম