ভিডিও EN
  1. Home/
  2. জোকস

অাজকের জোকস : শাড়ি পরে বাজারে গেল ধোনি

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:০৭ এএম, ২৪ এপ্রিল ২০১৮

শাড়ি পরে বাজারে গেল ধোনি
বাংলাদেশের সঙ্গে খেলায় হেরে ভারতের ক্যাপ্টেন ধোনি বাসায় বসে আছে-
মা : কি রে? খেলায় তো হেরে গেলি। এবার বাজার থেকে এক কেজি সবজি নিয়ে আয়!
ধোনি : না! বাইরে গেলে জনগণ আমাকে গণধোলাই দেবে!
মা : তাহলে আমার শাড়িটা পরে বাজারে যা!

ধোনি শাড়ি পরে বাজারে গেল। বাজারে গিয়ে সবজি কেনার সময় পেছন থেকে এক মহিলা বলে উঠল-
মহিলা : আরে ধোনি নাকি!
ধোনি : আমাকে চিনলেন কিভাবে?
মহিলা : আমাকে চিনলে না? আমি ভিরাট কোহলি!
ধোনি : শাড়ি কোথায় পেলে?
ভিরাট : এটা আনুশকার শাড়ি।

****

ফেসবুকে স্ট্যাটাসটা কী দেওয়া যায়
পরীক্ষার হলে প্রশ্ন পাওয়ার পর ছাত্রদের মনের কিছু কথা-
ভালো ছাত্ররা-
ফার্স্ট বয়: এতো সোজা প্রশ্ন কেউ করে? সবাই তো ভালো করবে। ফার্স্ট আর থাকা হলো না।
সেকেন্ড বয় : বাহ সব তো কমন। ফার্স্ট বয় এতো লেখে ক্যান। আল্লাহ ওর কলমডা ভাইঙ্গা দাও।
থার্ড বয় : আজ তো অনেক লিখতে হবে। আজকে এক মিনিট সময়ও ব্যয় করা যাবে না। চাপ এলেও টয়লেটে যাওয়া যাবে না।

মাঝারি ছাত্ররা-
১ম জন : বাহ, এক রাত পইড়াই দেখি পাস মার্ক কমন পড়ছে।
২য় জন : ওই বেটা, দেখ তো কোনটা কোনটা পাড়ছ?
৩য় জন : এইডা কিচ্ছু অইলো! পড়লাম আট অধ্যায় পর্যন্ত। এখন দেখি এগারো অধ্যায়ের প্রশ্ন দিয়া রাখছে, ধুর।

খারাপ ছাত্ররা-
১ম জন : কখন যে এক ঘণ্টা যাইবো। এই দোজখে আর ভালো লাগতাছে না।
২য় জন : পরীক্ষার হল থেকে বের হয়ে ফেসবুকে স্ট্যাটাসটা কী দেওয়া যায় একটু চিন্তা করি।
৩য় জন : স্যার কি আজকাল বউয়ের লগে ঝগড়া করে নাকি? এসব কি হিব্রু ভাষায় প্রশ্ন করছে?

****

এ আবার কোন প্রযুক্তি?
একবার লালু, এক আমেরিকান ও এক জাপানি বিমানে বিদেশ যাচ্ছে। যেতে যেতে এক পর্যায়ে হঠাৎ কোথায় যেন ‘বিপ বিপ’ শব্দ হলো। আমেরিকান ভদ্রলোক তার হাতের এক জায়গায় চাপ দিতেই ‘বিপ বিপ’ শব্দ থেমে গেল।
আমেরিকান : আমার হাতের নিচে মাইক্রোচিপ, এখান থেকেই আমার বাসার সবকিছু নিয়ন্ত্রণ করা যায়।

কিছুক্ষণ পর হঠাৎ ফোনের রিং টোন বেজে উঠলো। জাপানি ভদ্রলোক তার কপালে চাপ দিয়ে বলছে-
জাপানি : আমার কপালের নিচে মাইক্রোচিপ। চাপ দিলেই কল করা ও রিসিভ করা যায়।

লালু এবার উঠেই টয়লেটে চলে গেল। আসার সময় দেখা গেল তার প্যান্টের ভেতর থেকে পিছন দিক দিয়ে বিরাট লম্বা টিস্যু পেপার ঝুলছে।
আমেরিকান ও জাপানি : আরে বাহ, এ আবার কোন প্রযুক্তি?
লালু : ও কিছু না, ই-মেইল আসছে, প্রিন্ট দিতেছি।

এসইউ/এমএস

আরও পড়ুন