ভিডিও EN
  1. Home/
  2. জোকস

আজকের কৌতুক : দিনে একশ’টা কিস দিতাম

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০:৫৪ এএম, ২০ মার্চ ২০১৮

কৌতুক- এক : দিনে একশ’টা কিস দিতাম

মেয়ে : আমি যদি মশা হতাম, তাহলে তোমাকে দিনে একশ’টা কিস দিতাম।

পল্টু : আমিও খুব হ্যাপি হতাম।

মেয়ে : কেন?

পল্টু : কারণ তোমাকে দিনে একশ’টা থাপ্পর মারতে পারতাম!

****

কৌতুক- দুই : আপনার পেটে আমার বাচ্চা

একদিন সকালে একটি মেয়ে বাসায় বসে চা খাচ্ছিল। একটা বাচ্চা মাছি নতুন উড়তে শিখেছে, তো মাছিটা উড়তে উড়তে চায়ের কাপে পড়ে গেল। মেয়েটা না দেখে মাছিসহ চা খেয়ে ফেলল।

পরে মাছিটার বাবা খোঁজ করতে এসে যা বলল, তা শুনে তো মেয়েটি অজ্ঞান হয়ে গেল। কী বলল মাছিটার বাবা? মাছিটার বাবা বলেছিল- ‘এই আপা শোনেন, আপনার পেটে আমার বাচ্চা।’

****

কৌতুক- তিন : মাথা একদম ঠিক আছে

এক পাগল কুয়োর সামনে দাঁড়িয়ে চিৎকার করছে- পাঁচ পাঁচ পাঁচ পাঁচ পাঁচ পাঁচ। এটা দেখে আবু গিয়ে বলল-

আবু : আপনি কি পাগল নাকি, এমন করছেন কেন?

পাগল : হ, আমি পাগল, কিন্তু মাথা একদম ঠিক আছে।

আবু : তাহলে পাঁচ পাঁচ বলে চিল্লাচ্ছেন কেন?

পাগল : এই দিকে আয়, বুঝাচ্ছি তোরে।

আবু পাগলের কাছে গেল। তারপর পাগল ওর পাছায় লাথি মেরে কুয়োয় ফেলে দিয়ে চিৎকার করতে লাগল- ‘ছয় ছয় ছয় ছয় ছয় ছয়’।

এসইউ/জেআইএম

আরও পড়ুন