ভিডিও EN
  1. Home/
  2. জোকস

আজকের কৌতুক : আমার সঙ্গে টাইম পাস করো?

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:২০ এএম, ১৩ মার্চ ২০১৮

কৌতুক- এক : আমার সঙ্গে টাইম পাস করো?

মামুন তার প্রেমিকা রিমির সাথে কথা বলছে-

মামুন : আই লাভ ইউ।

রিমি : আই লাভ ইউ টু।

মামুন : কতটা ভালোবাসো তুমি আমাকে?

রিমি : যতটা ভালোবাসো তুমি আমাকে।

মামুন : তার মানে তুমিও আমার সঙ্গে টাইম পাস করো?

****

কৌতুক- দুই : একটা চেয়ার সরিয়ে ফেলেছি

বুলু এক অফিসের ম্যানেজার পদে চাকরি পেলো। সে চাকরিতে যোগদান করার পরই কর্মচারীরা সময়মতো অফিসে আসা শুরু করলো। কেউ দেরি করে না। তাই দেখে অফিসের এমডি একদিন বুলুকে বলল-

এমডি : ঘটনা কী? আগে তো কেউ সময়মতো অফিসে আসতো না। আপনাকে ম্যানেজার করার পর থেকেই সবাই টাইমের আগেই চলে আসে! আপনি কি জাদু জানেন নাকি?

বুলু : না স্যার, জাদু-টাদু কিছু না। আমি অফিস থেকে একটা চেয়ার সরিয়ে ফেলেছি। যে সবার পরে আসবে, তাকে দাঁড়িয়ে কাজ করতে হবে! তাই সবাই টাইমের আগেই চলে আসে!

****

কৌতুক- তিন : যদি খুঁজে না পাই?

প্রেমিকা : চলো, আমরা লুকোচুরি খেলা খেলি।

প্রেমিক : এ আবার কেমন খেলা?

প্রেমিকা : তুমি যদি আমায় খুঁজে পাও, তাহলে তুমি আমাকে নিয়ে শপিংয়ে যাবে!

প্রেমিক : আর যদি খুঁজে না পাই?

প্রেমিকা : এমন কথা বলো না জান। আমি তো ওই বেডরুমের দরজাটার পেছনে লুকাবো!

এসইউ/জেআইএম

আরও পড়ুন