ভিডিও EN
  1. Home/
  2. জোকস

আজকের কৌতুক : আপনার প্রস্রাব টেস্ট করবো

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:১৭ এএম, ১১ মার্চ ২০১৮

কৌতুক- এক : আপনার প্রস্রাব টেস্ট করবো
চিকিৎসক : শুনুন, আগামীকাল সকালবেলা আপনার প্রস্রাব টেস্ট করবো। এই বোতলে আপনার ইউরিন নিয়ে আসবেন।
রোগী : তো, টেস্ট কি আপনি করবেন, না আপনার সহকারী করবেন?
চিকিৎসক : আরে না, আমি নিজেই টেস্ট করবো।

পরদিন সকালবেলা রোগী বোতলভরা প্রস্রাব এবং সঙ্গে এক প্যাকেট চানাচুর এনে চিকিৎসককে দিলেন-
চিকিৎসক : প্রস্রাবের বোতল ঠিক আছে কিন্তু চানাচুরের প্যাকেট কেন আনলেন?
রোগী : না, ভাবলাম খালি মুখে টেস্ট করবেন। ব্যাপারটা কেমন দেখায়, তাই চানাচুর আনলাম। চানাচুরের সাথে টেস্ট করে মজা পাবেন।

****

কৌতুক- দুই : চকলেটের জাদু
একবার কালু আর লালু দু’জনে এক দোকানে গেল। দোকানে সবাইকে কাজে ব্যস্ত দেখে কালু তিনটি চকলেট পকেটে পুরে নিলো।
দোকানের বাইরে এসে-
কালু : দেখলি তো, আমি তিনটি চকলেট তুলে নিলাম, অথচ কেউ কিছু বুঝতেই পারলো না। তুই কখনোই এটা করতে পারবি না।
এটা শুনে লালু খুব রেগে গিয়ে বলল-
লালু : চল, আমি এর থেকে বেশিকিছু করে তোকে দেখাচ্ছি।

তারা দু’জন আবার দোকানে গেল। এবার লালু দোকানদারকে বলল-
লালু : আঙ্কেল, আপনি কি একটা জাদু দেখবেন?
দোকানদার : ঠিক আছে দেখাও।
লালু : তাহলে এর জন্য আমাকে একটা চকলেট দিন।

দোকানদার লালুকে একটা চকলেট দিলো। লালু সেটা খেয়ে নিয়ে আর একটা চাইলো। দোকানদার আবার একটা দিলো। লালু সেটা খেয়ে নিয়ে আবার একটা চকলেট চাইলো। দোকানদার এবারও তাকে চকলেট দিতেই লালু সেটাও খেয়ে ফেললো।
দোকানদার : আরে বাছা, এতে তোর জাদুটা কোথায়?
লালু : উং… চুং… মুং… এবার আমার বন্ধুর পকেট চেক করুন। আপনার তিনটা চকলেট ফেরত পেয়ে যাবেন।

এসইউ/এমএস

আরও পড়ুন