ভিডিও EN
  1. Home/
  2. জোকস

আজকের জোকস : আপনার তো খুশি হওয়ার কথা

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:২৩ এএম, ০৭ মার্চ ২০১৮

আপনার তো খুশি হওয়ার কথা
বাবা ছেলেকে নতুন জুতা কিনে দিয়ে বলল-
বাবা : সিঁড়ি দিয়ে ওঠার সময় দুইটা করে উঠবি। এতে জুতার ওপর চাপ কমবে। জুতা বেশিদিন টিকবে।

কিন্তু ছেলে বাবার চেয়ে আরো এক ডিগ্রি উপরে। সে বাবাকে খুশি করার জন্য তিনটি সিঁড়ি করে উঠছে। উপরে ওঠার পর বাবা ছেলের গালে মারলো জোড়ে এক চড়। ছেলের চিৎকারের শব্দে পাশের বাসার মহিলা এসে বলল-
মহিলা : এতটুকু বাচ্চাকে কেউ এভাবে মারে? কেন মেরেছেন?
বাবা : ওকে বলেছি দুইটা সিঁড়ি করে উঠবি। তাহলে জুতা বেশিদিন টিকবে। আর ও উঠলো তিনটা করে।
মহিলা : ও তো ঠিকই করেছে। আপনার তো খুশি হওয়ার কথা।
বাবা : খুশি হব কিভাবে বলেন! ও ২০০ টাকার জুতার তলা বাঁচাতে গিয়ে ৮০০ টাকার প্যান্টের তলা ছিড়ে ফেলেছে!

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

****

আপনার মেয়েকে ভালোবাসি
যুক্তিবিদ্যার ক্লাস চলছে- ­­
শিক্ষক : আমি টেবিলটা ছুঁয়েছি, টেবিলটা মাটি ছুঁয়েছে, সুতরাং আমি মাটি ছুঁয়েছি। এভাবে একটা যুক্তি দেখাও তো।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দু’জন ছাত্র হাত তুলল-
১ম ছাত্র : যেমন ধরুন স্যার, আপনি মুরগি খেয়েছেন, মুরগি কেঁচো খেয়েছে, সুতরাং আপনি কেঁচো খেয়েছেন।
২য় ছাত্র : আমি আপনাকে ভালোবাসি, আপনি আপনার মেয়েকে ভালোবাসেন, সুতরাং আমি আপনার মেয়েকে ভালোবাসি।

****

বিজ্ঞাপন

ছেলের আজব পরীক্ষায় অবাক বাবা
বাবা : কিরে, তোর পরীক্ষা কেমন হলো?
ছেলে : আর বলো না বাবা, ১ নম্বর প্রশ্নের উত্তরটা লিখতে পারিনি। ২ নম্বর প্রশ্নের উত্তরটা মনেই পড়ছিল না। ৪ নম্বর প্রশ্নটা যে কোথা থেকে দিলো, বুঝতেই পারলাম না। ৫ নম্বর প্রশ্নের উত্তরটা ভুলে লেখা হয়নি।
বাবা : আর ৬ নম্বর?
ছেলে : ওটা যে প্রশ্নপত্রের উল্টো পাশে ছিল, আমি খেয়ালই করিনি!
বাবা : আর ৩ নম্বর?
ছেলে : বিশ্বাস করো বাবা, শুধু এই একটা প্রশ্নের উত্তরই ভুল লিখেছি।
বাবা : এবার তাহলে বাসা থেকেই বের হয়ে যা।

এসইউ/পিআর

আরও পড়ুন

বিজ্ঞাপন