ভিডিও EN
  1. Home/
  2. জোকস

আজকের কৌতুক : ভিক্ষুকের কোটি টাকার শপিংমল

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:২৫ এএম, ০৬ মার্চ ২০১৮

কৌতুক- এক : ভিক্ষুকের কোটি টাকার শপিংমল

দুই ভিক্ষুকের মধ্যে আলাপ হচ্ছে-

১ম ভিক্ষুক : আমার যদি ৫ কোটি টাকা থাকতো!

২য় ভিক্ষুক : তাইলে কী করতি?

১ম ভিক্ষুক : তাইলে একটা শপিংমল বানাইতাম।

২য় ভিক্ষুক : শপিংমল দিয়া তুই কী করবি?

১ম ভিক্ষুক : শপিংমলের সামনে ভিক্ষা করতাম!

****

কৌতুক- দুই : এইডা তো আমার বউ!

রাস্তায় একটি দুর্ঘটনা ঘটলো। ফলে অনেক লোক জমা হয়ে গেল। কিন্তু আবুল উঁকি দিয়েও কিছু দেখতে পারছিল না।

তাই সে বুদ্ধি করে চিৎকার করে বলে উঠলো, ‘এইডা তো আমার বউ!’

ভিড় কমে গেল। সামনে এগিয়ে গিয়ে দেখলো একটা কুকুর মরে পড়ে আছে।

****

কৌতুক- তিন : কিভাবে বিশ্বাস করলেন?

একদিন এক মেয়ে জুতা কিনতে গেল এবং শেষ পর্যন্ত জুতা চয়েজও করলো। জুতা চয়েজ হলো, কিন্তু টাকা দিতে গিয়ে দেখলো তার কাছে কোনো টাকা নেই।

দোকানদারকে ব্যাপারটা বলায় রাজি হয়ে গেল বাকিতে জুতা দিতে। এতে তার পাশের দোকানদার অবাক হয়ে জিজ্ঞাসা করলো-

পাশের দোকানদার : কিভাবে বিশ্বাস করলেন? কাল যদি না আসে?

দোকানদার : কাল আসতেই হবে, কারণ ২টা ২ সাইজের দিয়েছি।

এসইউ/জেআইএম

আরও পড়ুন