ভিডিও EN
  1. Home/
  2. জোকস

আজকের কৌতুক : তুমি নিজেই দেখে নাও

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৯:১৪ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৮

 

কৌতুক- এক : তুমি নিজেই দেখে নাও
পরমাণু মডেলের জনক নিলস বোর ছোটবেলায় পরীক্ষা দিয়ে বাড়ি ফিরলেই মা তাকে জিজ্ঞেস করতেন-
মা : খোকা, কেমন হলো পরীক্ষা?
বোর : ভালো।

প্রতিদিন মায়ের একই প্রশ্ন। একদিন স্কুল থেকে ফেরার পর আবারও মা জিজ্ঞেস করলেন-
মা : খোকা, কেমন হলো পরীক্ষা?
বোর : আজ আর খাতা জমা দেইনি। বাসায় নিয়ে এলাম। তুমি নিজেই দেখে নাও, আমি কেমন পরীক্ষা দেই!

> আরও পড়ুন- আজকের কৌতুক : পঞ্চাশ কেজি ওজন কমবে 

****

কৌতুক- দুই : সবাইরে জাগায়া দিমু কিন্তু
গভীর রাতে বাড়িতে চোর ঢুকেছে। এটা-ওটা নিয়ে নিজের ঝোলায় ঢুকাচ্ছে। সবাই ঘুমে, শুধু বাড়ির স্কুলপড়ুয়া পিচ্চিটা সব দেখছে চুপচাপ।

চুরি শেষে চলে যাচ্ছে চোর। এমন সময় পিচ্চি কথা বলে উঠলো-
পিচ্চি : ওই মিয়া! আমার স্কুলের ব্যাগটা নেও না কেন? সবাইরে জাগায়া দিমু কিন্তু!

> আরও পড়ুন- আজকের কৌতুক : আমার বউ দেখেছে 

****

কৌতুক- তিন : যাওয়ার ভাড়াটা নিয়ে যাও
স্বামী-স্ত্রীর ঝগড়ার একপর্যায়ে ব্যাগ গোছাতে শুরু করলেন স্ত্রী। রাগে গজগজ করতে করতে বললেন-
স্ত্রী : আর জীবনে কোনোদিন আমি এমুখো হবো না। থাকো তুমি একলা। আমি চললাম বাবার বাড়ি।

স্বামী কয়টা টাকা এগিয়ে দিয়ে বললেন-
স্বামী : যাও যাও। যাওয়ার ভাড়াটা নিয়ে যাও।
স্ত্রী : ফেরার ভাড়াটা কে দেবে শুনি?

এসইউ/পিআর

আরও পড়ুন