ভিডিও EN
  1. Home/
  2. জোকস

আজকের জোকস : লোহার মতো কঠিন

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০:৪১ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৮

লোহার মতো কঠিন

প্রশ্নকর্তা : আপনাকে আমি ১০টি পানির মতো সহজ প্রশ্ন করব অথবা কেবল একটা প্রশ্ন করব লোহার মতো কঠিন। উত্তর দেওয়ার আগে ভালো করে ভেবে দেখুন, কোন অপশন বেছে নেবেন আপনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তরুণ : কঠিন প্রশ্নের উত্তরটাই দিতে চাই।

প্রশ্নকর্তা : ভালো, শুভ কামনা আপনার জন্য। আপনি আপনার সিদ্ধান্ত নিয়েছেন। এবার বলুন- কোনটা প্রথমে আসে? দিন নাকি রাত?

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তরুণের মনে ভীষণ ভয়। এই প্রশ্নের উত্তরেই ঝুলে আছে তার চাকরিটা। তারপর ভাবতে শুরু করলো সে এবং
উত্তর দিলো-

তরুণ : দিন প্রথমে আসে, স্যার!

বিজ্ঞাপন

প্রশ্নকর্তা : কীভাবে?

তরুণ : স্যার, আপনি ওয়াদা করেছিলেন, দ্বিতীয় কোনো কঠিন প্রশ্ন করবেন না আমাকে!

****

বিজ্ঞাপন

ভীষণ আগুন লেগে গেল

ইন্টারভিউ বোর্ডে এক তরুণকে প্রশ্ন করলেন প্রশ্নকর্তা-

প্রশ্নকর্তা : কল্পনা করো তো, তুমি একটি বিশ তলা বাড়ির পনেরো তলায় আছো। এমন সময় ভীষণ আগুন লেগে গেল। সবাই ছোটাছুটি শুরু করল। তুমি কী করবে?

বিজ্ঞাপন

তরুণ : আমি কল্পনা করা বন্ধ করব!

****

পুলিশ বিশ্বাসই করলো না

বিজ্ঞাপন

ম্যাজিস্ট্রেট : গতবারও তোমাকে বলেছিলাম! আমি চাই না তুমি পুনরায় এখানে আসো!

চোর : স্যার, ঠিক এই কথাটাই আমিও পুলিশকে বলেছিলাম! কিন্তু পুলিশ বিশ্বাসই করলো না।

এসইউ/জেআইএম

আরও পড়ুন

বিজ্ঞাপন