ভিডিও EN
  1. Home/
  2. জোকস

আজকের কৌতুক : পঞ্চাশ কেজি ওজন কমবে

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:২৫ এএম, ১০ ফেব্রুয়ারি ২০১৮

কৌতুক- এক : পঞ্চাশ কেজি ওজন কমবে
গিল্টুর ওজন বেড়ে যাওয়ায় চিকিৎসকের কাছে গেল-
চিকিৎসক : প্রতিদিন ৫ কিলোমিটার করে দৌড়াবেন। তাহলে এক বছরে পঞ্চাশ কেজি ওজন কমবে।

১ বছর পর গিল্টু চিকিৎসককে ফোন করল-
গিল্টু : ভাই, ওজন তো কমছে কিন্তু বাড়ি ফেরত যামু কেমনে? প্রতিদিন ৫ কিলোমিটার দৌড়াইতে দৌড়াইতে বাড়ি থেকে ১ হাজার ৮২৫ কিলোমিটার দূরে চইলা আইছি!

আরও পড়ুন- আজকের কৌতুক : বেশি লেগেছে তোমার?

****

কৌতুক- দুই : আমি কী করে বলব?
বাইরে থেকে কেউ একজন দরজা নক করছে-
ভেতর : কে?
বাহির : আমি।
ভেতর : আমি কে?
বাহির : আরে, আপনি কে আমি কী করে বলব?

আরও পড়ুন- আজকের কৌতুক : মালিঙ্গার চুল দিয়ে বাসন মাজবো

****

চাকরির ইন্টারভিউ দিতে গেছে এক তরুণ। শুরু হলো প্রশ্নোত্তর পর্ব-
প্রশ্ন : কংক্রিটের মেঝেতে ডিম ফেলবেন, কিন্তু ফাটবে না— কীভাবে করবেন এটা?
উত্তর : কংক্রিটের মেঝে আসলে খুব শক্ত, ফাটার কোনো আশঙ্কাই নেই!
প্রশ্ন : আপনার এক হাতে যদি তিনটি আপেল ও চারটি কমলা থাকে, আরেকটি হাতে চারটি আপেল ও তিনটি কমলা; তাহলে কী পেলেন আপনি?
উত্তর : বিশাল বড় হাত।
প্রশ্ন : এক হাতে একটা হাতিকে কীভাবে উপরে ওঠাবেন?
উত্তর : এক হাতের ভেতর আটবে এমন হাতি জীবনেও খুঁজে পাবেন না!
প্রশ্ন : একজন মানুষ কী করে আট দিন না ঘুমিয়ে থাকতে পারে?
উত্তর : কোনো সমস্যা নেই, সে রাতে ঘুমাবে!
প্রশ্ন : ব্রেকফাস্টে কোন জিনিসটা কখনোই খেতে পারেন না আপনি?
উত্তর : ডিনার।

এসইউ/এমএস

আরও পড়ুন