ভিডিও EN
  1. Home/
  2. জোকস

আজকের কৌতুক : তিনটি ইচ্ছা পূরণ করবো

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৬:৩০ এএম, ২০ নভেম্বর ২০১৭

কৌতুক- এক : তিনটি ইচ্ছা পূরণ করবো

হাবলু ভীষণ অলস। একদিন ঘটনাক্রমে সে একটি জাদুর প্রদীপ পেলো। প্রদীপ ঘঁষতেই হাজির হলো দৈত্য- দৈত্য : আমি তোমার তিনটি ইচ্ছা পূরণ করবো। ঝটপট বলো।

হাবলু : আমি একটা পোষা ঘোড়া, একজন কুস্তিগীর আর একটা পিঁপড়া চাই।
দৈত্য : ঘোড়া কেন?

হাবলু : বাইরে একে তো প্রচণ্ড রোদ, তার ওপর যানজট। আমি ঘোড়ার পিঠে চড়ে এক ছুটে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে চাই।

দৈত্য : কুস্তিগীর দিয়ে কী হবে?

হাবলু : কুস্তিগীর আমাকে ঘোড়ার পিঠে তুলে দেবে।

দৈত্য : তা বুঝলাম। কিন্তু পিঁপড়া কেন?

হাবলু : ঘোড়া কি কষ্ট করে আমি ছোটাবো না কি? পিঁপড়া কামড় দেবে আর ঘোড়া ছুটবে!

****

কৌতুক- দুই : শপিং মলে তিন বার চুরি

বল্টু এক শপিং মলে চুরি করতে গেলো। চুরি করার সময় দারোয়ান বল্টুকে দেখে ফেলে এবং ধরার চেষ্টা করে। কিন্তু বল্টু পালিয়ে যায়।

পরদিন বল্টু আবার সেখানে চুরি করতে যায়। দারোয়ান আবার তাকে ধরার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়। পরে দারোয়ান বুঝতে পারে যে, চোরটা যখন দুবার এসেছে তাহলে আবার আসবে।

তৃতীয় দিন বল্টু চুরি করতে যাওয়ার সময় দারোয়ান বল্টুকে ধরে ফেলে এবং পুলিশে দেয়। থানায় নিয়ে পুলিশ বল্টুকে জিজ্ঞেস করল-

পুলিশ : তুমি একই শপিং মলে তিন বার চুরি করতে গিয়েছিলে কেন?

বল্টু : আমার কী দোষ? যখনই চুরি কইরা বার হই; গেইটে লেখা থাকে ‘ধন্যবাদ আবার আসবেন’।

****

কৌতুক- তিন : আমি এতো উপরে

এক মাতাল ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় নিচে পানিতে চাঁদের প্রতিবিম্ব দেখে থমকে দাঁড়ায়-

মাতাল : এই যে ভাই, নিচে ওটা কী?

পথচারী : কেন, চাঁদ।

মাতাল : কি? আমি এতো উপরে? কীভাবে উঠলাম?

এসইউ/জেআইএম

আরও পড়ুন