ভিডিও EN
  1. Home/
  2. জোকস

আজকের কৌতুক : যা মজা করে খেলুম না!

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৬:৪৮ এএম, ২৫ অক্টোবর ২০১৭

কৌতুক- এক : যা মজা করে খেলুম না!
এক বন্ধুর সাথে আরেক বন্ধুর দেখা। একজন অপরজনকে জিজ্ঞাসা করল-
প্রথম বন্ধু : দুপুরে কী খেয়েছো?
অপর বন্ধু : বাবা বাজার থেকে ৫শ’ গ্রাম মাংস এনেছিলু। তার থেকে মা আদ্দেক রান্না করলো, বাকি আদ্দেক ফ্রিজে তুলে রাখলু। দিদি এসেছিলো জামাইবাবু আর বাচ্চাদের নিয়ে। আমরা সবাই মাংস দিয়ে দুপুরে ভাত খেলুম। বাবা বলায় মা পাশের বাসার সুশীল কাকুকেও কিছুটা দিয়ে এসেছে। মা আবার বাটিতে করে রাতের জন্য একটু তুলে রাখলো। যা মজা করে খেলুম না!

****

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কৌতুক- দুই : গাধার চাপাবাজি
মরুভূমিতে একটি গাধা আর একজন হাবিলদারের মধ্যে দেখা হলো। গাধা জিজ্ঞাসা করল-
গাধা : তুই কে রে?

হাবিলদার এদিক-ওদিক তাকিয়ে আশেপাশে কেউ নেই দেখে গর্বের সঙ্গে বলল-
হাবিলদার : আমি মেজর জেনারেল! তুই কে?
গাধা : আমি ঘোড়া!

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

****

কৌতুক- তিন : স্পিড লিমিট মেনে চলবেন
ট্রাফিক পুলিশ স্পিড লিমিট না মানায় এক ব্যক্তিকে থামালো-
পুলিশ : আপনার নাম কী?
আসামী : আবুল কাসেম ইবনে মজিদ আল ফারিব মোহাম্মদ ইবনে জাবীর আল ফোরকানী ইবনে মাসরুর…
পুলিশ : এইবারের মতো আপনার নামে আর রিপোর্ট করছি না। এখন থেকে স্পিড লিমিট মেনে চলবেন।

বিজ্ঞাপন

এসইউ/পিআর

আরও পড়ুন

বিজ্ঞাপন