ভিডিও EN
  1. Home/
  2. জোকস

আজকের জোকস : ভালোবাসা কাকে বলে

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৬:৪২ এএম, ২২ অক্টোবর ২০১৭

ভালোবাসা কাকে বলে
ইংরেজির ছাত্রী প্রশ্ন করেছে হিসাববিজ্ঞানের ছাত্রকে-
ছাত্রী : হোয়াট ইজ লাভ?
ছাত্র : বিক্রয়মূল্য থেকে ক্রয়মূল্য বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে ভালোবাসা বলে।

****

দু’জনই অর্থনীতির ছাত্র
দুই ভদ্রলোক বাসে যাচ্ছে। প্রথম ভদ্রলোক বললেন-
প্রথম ভদ্রলোক : ভাই আগুন আছে?

দ্বিতীয় ভদ্রলোক কিছু না বলে হাতের সিগারেটটি বাড়িয়ে দিয়ে বললেন-
দ্বিতীয় ভদ্রলোক : ভাই, আমি অর্থনীতির ছাত্র। তাই একটা ম্যাচের কাঠি বাঁচাইলাম।

প্রথম ভদ্রলোক সিগারেটটি পকেটে রেখে দ্বিতীয় ভদ্রলোকের সিগারেটটি টানতে লাগলেন। এবার দ্বিতীয় ভদ্রলোক বললেন-
দ্বিতীয় ভদ্রলোক : এটা কি করতেছেন ভাই, আমি দিলাম সিগারেট ধরানোর জন্য। আর আপনি কি না আমার
সিগারেটই টানতেছেন?
প্রথম ভদ্রলোক : আমি অর্থনীতিতে অনার্স, দু’জনে শেয়ার করে একটি সিগারেট বাঁচাইলাম।

****

ক্ষমা চাওয়ার পরেও মারলেন
বাবা : কিরে কাঁদছিস কেন?
ছেলে : ওই বুড়ো লোকটার পায়ে পাড়া মেরেছিলাম।
বাবা : সে কি! ওনার কাছে ক্ষমা চাসনি?
ছেলে : হ্যাঁ, চেয়েছি।
বাবা : তবু মারলো? চল তো গিয়ে দেখি।

বাবা ছেলেকে নিয়ে বুড়োর কাছে গিয়ে বললেন-
বাবা : কী ব্যাপার চাচা, ছেলেটা আপনার কাছে ক্ষমা চাইলো, তা-ও ওকে এভাবে মারলেন?
বুড়ো : সাধে কি আর মারছি? তোমার পোলায় আমার পায়ে পাড়া দিয়া ‘সরি’ কইলো। আমি তার ভদ্রতায় খুশি হইয়া তারে ১০ টাকা দিলাম। সে টাকার লোভে আবার আমার পায়ে পাড়া মারলো!

এসইউ/পিআর

আরও পড়ুন