আজকের কৌতুক : দু’জনের জেলখানায় দেখা হবে
কৌতুক- এক : দু’জনের জেলখানায় দেখা হবে
স্কুলের পরীক্ষায় প্রশ্ন এসেছে, ‘লস অ্যাঞ্জেলস থেকে লন্ডনের দূরত্ব ৮ হাজার কিলোমিটার। এক লোক লস অ্যাঞ্জেলস থেকে গাড়িতে ঘণ্টায় ১৫০ কিলোমিটার বেগে লন্ডন রওনা হলো এবং অপর এক ব্যক্তি লন্ডন থেকে গাড়িতে ১৬০ কিলোমিটার বেগে লস অ্যাঞ্জেলসে রওনা হলো। তাদের দু’জনের কোথায় দেখা হবে?’
জনি : জেলখানায়! এতো জোরে গাড়ি চালাবেন, পুলিশ বুঝি আঙুল চুষবে?
> আরও পড়ুন- আজকের কৌতুক : কয় টাকার বিষ লাগবে
****
কৌতুক- দুই : আনন্দ করার সুযোগ দাও
পল্টু একটি বারে গিয়ে বার ম্যানকে বলল-
পল্টু : আমাকে এক বোতল বিয়ার দাও আর বাকি যারা বসে আছেন, তাদের প্রত্যেককে ২ বোতল করে বিয়ার দাও। আমিও যেমন পান করছি, তাদেরকেও একইভাবে আনন্দ করতে দাও।
বার ম্যান তার আদেশ পালন করল। সবাই পল্টুর খুব প্রশংসা করল। যখন সবাই পানের ঝোঁকে মত্ত হয়ে উঠল, তখন পল্টু আবার বার ম্যানকে ডেকে বলল-
পল্টু : ভাই, আমাকে এক বাটি চিকেন স্যুপ দাও আর অন্য সবাইকে ২ বাটি করে চিকেন স্যুপ দাও। আমিও যেমন খাচ্ছি, সবাই তেমন খাক, আনন্দ করুক।
বার ম্যান যথারীতি তার আদেশ পালন করল আর সবাই একসুরে পল্টুর তারিফ করতে লাগল। কিছুক্ষণ পর পল্টু আবার বার ম্যানকে ডাকল আর বলল-
পল্টু : শোন ভাই, এবার আমাকে আমার বিলটা দাও, আর অন্য সবার বিলটা তাদের হাতে ধরিয়ে দাও। আমি যেমন বিলটা পেমেন্ট করছি, অন্য সবাইকেও আনন্দ-সহকারে বিলটা পেমেন্ট করার সুযোগ দাও।
আরও পড়ুন- আজকের কৌতুক : গৃহস্থকে চোরের উপদেশ
****
কৌতুক- তিন : এক বলেই স্ট্যাম্প উড়ে গেল
নতুন ব্যাটসম্যান ক্রিজে এলেন। নিজের গার্ডগুলো পরীক্ষা করে দেখলেন। একটু নড়েচড়ে শরীরটাকে চাঙা করে নিলেন। চারদিকে ফিল্ডারদের অবস্থানটাও একনজর ঘুরে দেখলেন। এরপর শূন্যে কয়েকবার ব্যাট হাঁকিয়ে আম্পায়ারকে জানালেন, সে তৈরি।
আম্পায়ার বোলারকে বল করতে অনুমতি দিলেন। বোলার বলও করলেন এবং সোজা মিডল স্ট্যাম্প উড়ে গেল। তখন পেছন থেকে উইকেট কিপার বললেন-
কিপার : কী লজ্জা! এতো ভাব দেখানোর পর মাত্র এক বলেই স্ট্যাম্প উড়ে গেল।
ব্যাটসম্যান : লজ্জা তোমাদেরই পাওয়া উচিত। একজন নতুন অতিথির সঙ্গে কীভাবে আচরণ করতে হয়, সেটা তোমাদের বোলার এখনো শেখেনি।
এসইউ/এমএস