আজকের কৌতুক: প্রেমিকের বেতন কম

প্রেমিকের বেতন কম
প্রেমিক: প্রিয়তমা, আমি যে কটা টাকা মাইনে পাই, বিয়ের পর তাতে কি তোমার চলবে?
প্রেমিকা: আমার তো চলে যাবে। কিন্তু তুমি চলবে কীভাবে?
****
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
দুঃখ দূর করতে বিয়ের ভিডিও দেখুন
রফিক একদিন বলছেন তার বন্ধুকে—
রফিক: জানিস, বউয়ের সঙ্গে ঝগড়া হলে আমি কী করি?
বন্ধু: কী করিস?
রফিক: আমাদের বিয়ের ভিডিও দেখি।
বন্ধু: কেন?
রফিক: কারণ, আমি ভিডিওটা ‘রিওয়াইন্ড’ মুডে দেখি। সবকিছু উল্টো হতে থাকে। আমার স্ত্রী হাত থেকে আংটি খুলে ফেলে, আমাকে রেখে গাড়িতে উঠে চলে যায়। দেখতে বড় ভালো লাগে!
****
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বউ কথা না শুনলে যা করবেন
এক বন্ধু আরেক বন্ধুকে বলছে-
রমেশ: যদি তোর বউ তোর কথা না শোনে, তবে…
বিমল: তবে কী?
রমেশ: এত আগ্রহভরে শুনতে চেয়ে লাভ নেই।
বিমল: কেন?
রমেশ: বরের কথা আসলে কোনও বউই ঠিকমতো শোনে না।
বিমল: তাহলে কী করতে বলছিস?
রমেশ: সবসময় বউয়ের কথা তুই মেনে নিবি। সে হ্যাঁ বললেও হ্যাঁ, না বললেও হ্যাঁ।
বিজ্ঞাপন
কেএসকে/এমএস
আরও পড়ুন
বিজ্ঞাপন