- /
- লেখক »
- সোহরাব শান্ত
সোহরাব শান্ত
সাংবাদিক, গল্পকার ও ছড়াকারসোহরাব শান্ত পেশায় সাংবাদিক হলেও তিনি মূলত গল্পকার ও ছড়াকার হিসেবে পরিচিত। শিশু সংগঠক ও জীবন দক্ষতা (লাইফ স্কিলস) প্রশিক্ষক হিসেবেও তার খ্যাতি রয়েছে।
সোহরাব শান্তর জন্ম ৩০ ডিসেম্বর, কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতি গ্রামের মামাবাড়িতে। কাগুজে জন্মদিন ৮ জুন ১৯৯০ খ্রিস্টাব্দ। তার পৈত্রিক নিবাস ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ভলাকুটে। পড়াশোনার বিষয় ফার্মেসী ও সমাজতত্ত্ব হলেও লেখালেখির প্রতি আগ্রহ থেকে তিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন।
বর্তমানে তিনি সহ সম্পাদক হিসেবে কর্মরত আছেন 'দৈনিক সকালের খবর'- এ। এর আগে কাজ করেছেন 'দৈনিক আমার দেশ', 'সাপ্তাহিক ৭১এবং' ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা 'সেভ দ্য চিলড্রেন' এ । প্রদায়ক হিসেবে কাজ করেছেন 'দৈনিক প্রথম আলো'সহ কয়েকটি পাক্ষিক ও মাসিক পত্রিকায়। কৈশোরে 'চাইল্ড পার্লামেন্ট' ও 'ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্সে (এনসিটিএফ) কাজ করেছেন। সম্পাদনা করেছেন 'ত্রৈমাসিক শিশুকথা' ও 'তিতাস শিশু বার্তা' ও সাহিত্য ম্যাগাজিন 'লঙ্গন'।