কবি ও লেখক, অধ্যাপক ড. রাজুব ভৌমিকের জন্ম নোয়াখালী জেলার কবিরহাট থানার শ্রীনদ্দি গ্রামে, জন্মসাল ১৯৮৮। ওটার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তার শিক্ষাজীবন শুরু। যুক্তরাষ্টে রাজুব ভৌমিক একটি স্নাতক ডিগ্রি, চারটি স্নাতকোত্তর ডিগ্রি ও চারটি ডক্টরেট ডিগ্রি (একটি পিএই ডি, একটি ডক্টরেট অব সাইকোলোজি, ডক্টরেট অব বিজনেস এবং ডক্টরেট অব এডুকেশন) সম্পন্ন করেন।
গত সাত বছর ধরে জন জে কলেজ, সিটি ইউনিভার্সিটি নিউইয়র্কে তিনি অপরাধবিদ্যা, আইন ও বিচার বিভাগে অধ্যাপনা করছেন এবং হসটস কলেজ, সিটি ইউনিভার্সিটি নিউইর্য়কে তিনি মনস্তাত্তিক বিভাগে অধ্যাপনা করছেন। তিনি নিউইয়র্কের আইওনা কলেজেও মনোবিজ্ঞান বিভাগে অধ্যাপনা করেন। গত নয় বছর ধরে পেশায় একজন পুলিশ সার্জেন্ট হিসেবে নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট (এন ওয়াই পি ডি) কর্মরত।
একজন লেখক ও কবি ড. রাজুব ভৌমিক আয়না সঙ্গীত ও আয়না সনেটের জনক। বিভিন্ন ভাষায় প্রকাশিত গ্রন্থের সংখ্যা পঁচিশটির ও বেশি। সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে তার প্রকাশিত তিনটি পাঠ্যপুস্তক নিয়মিত পড়ানো হয়।
প্রথম আলো উত্তর আমেরিকাতে তার সাংবাদিকতার যাত্রা শুরু। বর্তমানে তিনি বাংলাদেশ প্রতিদিন উত্তর আমেরিকার সাহিত্য সম্পাদক ও ঢাকা পোস্টের যুক্তরাষ্ট্র প্রতিনিধি। তিনি এরই মধ্যে বহু গানের মডেলিংসহ ফিল্মেও অভিনয় করেন।