মুহাম্মদ ফরিদ হাসানের জন্ম ১৯৯২ সালে চাঁদপুরের হাইমচর উপজেলায়। জাতীয় প্রায় সবগুলো দৈনিকে তিনি কবিতা, গল্প, প্রবন্ধ, কলাম লেখেন নিয়মিত। বিভিন্ন জাতীয় দৈনিকে এ পর্যন্ত তার দেড় শতাধিক লেখা প্রকাশিত হয়েছে।
লেখালেখির পাশাপাশি সম্পাদনা করছেন গল্পের কাগজ ‘বাঁক’ এবং লিটলম্যাগ ‘মৃত্তিকা’। এছাড়া তিনি লিটলম্যাগ ‘উছল’, ‘ত্রিনদী’, ‘চাষারু’র নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। কর্মরত আছেন দৈনিক চাঁদপুর কণ্ঠে।
মুহাম্মদ ফরিদ হাসান বাংলা বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। তিনি টিআইবি, জাতীয় সাহিত্য পরিষদ, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ, চাঁদপুর লিটলম্যাগ ফোরাম, শুভসংঘ, চাঁদমুখসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনে সক্রিয়ভাবে যুক্ত আছেন।
তার প্রকাশিত গ্রন্থ ‘সাহিত্যের অনুষঙ্গ ও অন্যান্য প্রবন্ধ’। লেখালেখির স্বীকৃতিস্বরূপ মুহাম্মদ ফরিদ হাসান ২০১৪ সালে ‘সাহিত্য একাডেমী চাঁদপুর’ পুরস্কার অর্জন করেন। পেয়েছেন ‘দেশজ জাতীয় পাণ্ডুলিপি পুরস্কার-২০১৭’।