চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া গ্রামের আমির মাঝির বাড়িতে (মুনিরীয়া আহমদীয়া ম্যানশন) ১৯৯১ সালের ২৩ আগস্ট জন্মগ্রহণ করেন। তার পিতা হাজী জহুর আহম্মদ ও মাতা নুর নাহার বেগম। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয়।
চট্টগ্রাম কামালে ইশকে মুস্তফা (দ.) আলিম মাদরাসা থেকে এসএসসি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এইচএসসি পাস করেন। তিনি ২০০৯ সালের ২৭ জুলাই সংযুক্ত আরব আমিরাতে পাড়ি দেন। সাপ্তাহিক প্রবাসী কণ্ঠের মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। এরপর বাংলানিউজের আমিরাত প্রতিনিধি হিসেবে কাজ করেছেন তিনি। প্রবাসীদের বিভিন্ন বিষয় নিয়ে দৈনিক যুগান্তর, দৈনিক প্রথম আলোসহ অনেক অনলাইন নিউজপোর্টালে লেখালেখি করতেন।
২০১৬ সালের ১৭ ডিসেম্বরে আমিরাত প্রতিনিধি হিসেবে জাগোনিউজ২৪.কমে যোগদান করেন। বর্তমানে আমিরাত প্রবাসী সাংবাদিক সমিতির (প্রসাস) সিনিয়র যুগ্ম সম্পাদকের দায়িত্বে রয়েছেন মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।